Advertisment

বাংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩৫৭৩

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫২ হাজার ৮০৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৯০ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

যত দিন যাচ্ছে, বাংলায় করোনা কাঁপুনি ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৩ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৬০৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৯ হাজার ২৯৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫২ হাজার ৮০৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৫০১।

আরও পডুন: করোনা ভাইরাসকে আদৌ নির্মূল করতে পারছে ভ্যাকসিন? উত্তর অক্টোবরেই

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৩৭১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৩০০), দক্ষিণ ২৪ পরগনা (১৮৮৬), হাওড়া (১৪৪৯),হুগলি (১৪১২), পূর্ব মেদিনীপুর (১১৭২), নদিয়া (১০৮১),পশ্চিম মেদিনীপুর (৯৪২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৬ লক্ষ ৮ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment