করোনার প্রকোপ যেমন বাড়ছে রোজ, তেমনই বাংলায় বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৭ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৬৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৩ হাজার ৩৪১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৬৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৯৯২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৫.৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩৭৩০।
আরও পড়ুন: করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া! বন্ধ হল অ্যাস্ট্রাজেনেকার ট্রায়াল
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৮৪৮। এরপরই রয়েছে কলকাতা (৪০৮৩),পূর্ব মেদিনীপুর (১৪২৪), হুগলি (১৩৭৩),দক্ষিণ ২৪ পরগনা (১২৯৯), পশ্চিম মেদিনীপুর (১২৫০), হাওড়া (৯৯২)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪২ হাজার ৬৪২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২২ লক্ষ ৮৫ হাজার ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৩৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন