‘করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই চলতে হবে’, এই নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেভাবে প্রতিদিনই বাংলায় নিজের দাপট বাড়াচ্ছে কোভিড-১৯ ভাইরাস সেখানে চিন্তা বাড়ছে বঙ্গবাসীর। লকডাউনের নিয়ম আলগা হতেই স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন অনেকেই, কিন্তু একদিনে করোনা আক্রান্তের নিরিখে ফের রেকর্ড গড়ল বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪৪৯ জনের শরীরে মিলেছে কোভিড-১৯।
আরও পড়ুন, ‘দয়া করে আমাকে বাঁচান’! লকডাউন বাংলায় বাড়ছে নারী পাচার-বাল্যবিবাহ
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩৮৮। এরপরই রয়েছে হাওড়া (৮৬০), উত্তর ২৪ পরগনা (৬৫৯), হুগলি (৪০৪),দক্ষিণ ২৪ পরগনা (১৬৫)। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ১৮৭। রবিবার পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৮৮। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৯ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ৭১ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৪০.৩৪ শতাংশ। রাজ্যে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্যা ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন