লকডাউনের আনলক পেজ ওয়ান পর্যায়ে বাংলায় হু হু করে বাড়ছে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিন্তু স্বস্তি এখানেই যে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৫১৮ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬০ জন। বাংলায় করোনায় সুস্থতার হার ৪৫.৬৩ শতাংশ। কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩৮৯ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৭৫। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৮৭। রবিবার পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ৫ হাজার ৫৫২।
সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯৬৭। এরপরই রয়েছে হাওড়া (১০৬৬), হুগলি (৩৪৩),দক্ষিণ ২৪ পরগনা (২৭০)। উল্লেখযোগ্যভাবে উত্তর ২৪ পরগনায় হু হু করে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা। সংক্রমণ কমে এই জেলায় দাঁড়িয়েছে ৭০৫।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৯ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ২৪ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্যা ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্যা ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন