লকডাউনের পঞ্চম পর্যায় প্রায় শেষের দিকে। সেই সময়ে আনলকের দিশা দেখাচ্ছে বাংলা। স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬০.৫০ শতাংশ। কোভিড লড়াইয়ে যা স্বস্তির বাতাবরণ তৈরি করছে রাজ্যে।তবে পুরোপুরি স্বস্তি মিলতে হয়তো আরও কিছুটা সময় লাগবে রাজ্যের। সোমবারই ১৪ হাজার পেরিয়ে গেল মোট করোনা আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় এ রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৯০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৩ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৫৮। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। সেদিক থেকে হিসেব করলে এখনও পর্যন্ত করোনাভাইরাসের কবলে মৃত্যু হয়েছে মোট ৫৬৯ জনের। পশ্চিমবঙ্গে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ হাজার ১০২, রাজ্য স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে এমনটাই খবর।
এখনও সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। অ্যাক্টিভ কেসের সংখ্যা ফের বাড়ল কলকাতায়। মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৮৩),হাওড়া (৫৬৭), দক্ষিণ ২৪ পরগনা (৩৬৯)। হুগলিতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমে (২৬৭)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৯ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ১ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৭৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৪, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্যা ১০ হাজার ৩৪০, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন