Advertisment

বাংলায় বাড়ল আক্রান্ত, একদিনে ৫৭ প্রাণ কাড়ল করোনা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৪ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় করোনার বাড়বাড়ন্তে কমতি কিংবা স্থিতি, কোনওটিই পরিলক্ষিত হচ্ছে না। বরং দাপট বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৪ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৮ হাজার ০৬৯। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৮ জন। সবমিলিয়ে বাংলায় মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৭ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৭৭.৭৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৭৯৪।

আরও পড়ুন, ধনকড় কি রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী হবেন?

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ৮৯০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৭৯৬), হাওড়া (১৬৬২), দক্ষিণ ২৪ পরগনা (১৭৯২), পূর্ব মেদিনীপুর (১৪৯০), হুগলি (১৪৮৩) ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৩৭ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৫ লক্ষ ৬১ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৩৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal kolkata COVID-19
Advertisment