দেশের পাশাপাশি রাজ্যেও অব্যাহত করোনাভাইরাসের দাপট। আমফান বিধ্বস্ত বাংলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন আরও ২০৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৬৬৭ জন। রবিবার রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৬। তবে স্বাস্থ্য দফতর সূত্রে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ হাজার ৩৩৯ জন।
সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। যা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫। গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন। এরপরই রয়েছে হাওড়া (৫৩৯)। কলকাতার পাশপাশি এই জেলাতেও আক্রান্তের হার অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় এই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এছাড়াও উত্তর ২৪ পরগনা (২৬২), দক্ষিণ ২৪ পরগনা (৭০), হুগলি (৮৯), মালদা (৭০)।
আরও পড়ুন: মানব শরীরে সফলভাবে প্রয়োগ করোনা ভ্যাকসিন, সাফল্যের আশায় প্রহর গুনছে বিশ্ব
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর রবিবার পর্যন্ত মোট ১ লক্ষ ২৯ হাজার ৬০৮টি করোনা পরীক্ষা করা হয়েছে বাংলায়। এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় ৯ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে করোনায় সুস্থতার হার ৩৬.৫১ শতাংশ। রাজ্যে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। সম্প্ররি যাদবপুরে কেপিসি হাসপাতালটিকেও করোনা হাসপাতাল হিসেবে খুলে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। যেখানে বিনামূল্যে এই রোগের পরিষেবা পাবেন আক্রান্তরা।
আরও পড়ুন: কলকাতাকে স্বাভাবিক করতে পুরোদমে কাজ পুরসভার, সিইএসসি নিয়ে রুষ্ট ফিরহাদ
এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৩৫৬০। করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৩৮৬৭ জনের। জেলায় নমুনা পরীক্ষার ক্ষেত্রে ঘাটতি ছিল। ফলে দ্রুতহারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন