করোনায় জর্জরিত বাংলায় এবার সুসংবাদ। করোনাভাইরাস থেকে সুস্থতার পথে রাজ্যের প্রথম তিন করোনা আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ৩ জনের শরীরের কোনও সংক্রমণ মেলেনি।
জানা গিয়েছে লন্ডন ফেরত নবান্নের আমলা-পুত্র, বালিগঞ্জের যুবকের বাবা এবং হাবড়ার তরুণী, এই তিন করোনা আক্রান্তের দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর সেই রিপোর্ট নেগেটিভ আসে।তবে এখনও আরও একবার পরীক্ষা করা বাকি রয়েছে।আক্রান্ত হওয়ার পর দুবার নেগেটিভ ফল আসা বাধ্যতামূলক। তাই সেই রিপোর্ট বিচার করেই এমন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর বড়সড় সাফল্যে দেখল বেলেঘাটা আইডি হাসপাতাল। জানা যাচ্ছে, যে পদ্ধতিতে এই তিন জনের চিকিৎসা করা হয়েছে, স্বাস্থ্য ভবনের নির্দেশ, সেই পদ্ধতি পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের বাকি হাসপাতালে। পাশাপাশি, সেই পদ্ধতি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আগামিকাল এই দুজন-সহ আরও ৩ আক্রান্তের নমুনা ফের পরীক্ষার জন্য পাঠানো হবে।