রাজ্যে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ দিকে যাচ্ছে। সংক্রমণ যেভাবে ঊর্ধ্বমুখী তাতে একে দ্বিতীয় ঢেউ নয়, সুনামির মতো মনে হচ্ছে। রাজ্যে দৈনিক সংক্রমণ ১৬ হাজার ছুঁইছুঁই। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সামান্য পিছনে রয়েছে উত্তর ২৪ পরগনা। জেলায় একদিনে সংক্রমিত ৩ হাজার ১৪০ জনের। মৃত্যু হয়েছে ১৫ জনের। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। দুই জেলায় সংক্রমিত ৯৮৬ ও ৮৮৯ জন।
রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮ হাজার ৮০০ জন। তবে স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। রাজ্যে সুস্থতার হার এখন ৮৬.৫৯ শতাংশ।