দৈনিক মৃত্য়ুতে সর্বকালীন রেকর্ড, বাংলায় বাড়ল সুস্থতার হার

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯, ০৯১ জন।

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯, ০৯১ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কমল সংক্রমণ, কিন্তু অতীতের সব রেকর্ড ভেঙে দিল দৈনিক মৃত্যু। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হল ১৬২ জনের। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯, ০৯১ জন। তবে স্বস্তির খবর হল, ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

Advertisment

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। আক্রান্ত হয়েছেন ৪,১১৮ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। এরপরেই রয়েছে কলকাতা। সেখানে সংক্রমিত হয়েছেন তিন ৩,৪৬১ জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৮৯৫। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,০৯, ৯৫৮। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৮,৯১০ জন। তাঁদের মধ্যে সর্বাধিক করোনাজয়ী উত্তর ২৪ পরগনায়।

রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৯৮ শতাংশ। রাজ্যে একদিনে কোভিড টেস্ট হয়েছে ৭০,৬৩৮ জনের।

West Bengal coronavirus