দৈনিক মৃত্যু সেঞ্চুরি ছুঁইছুঁই, একদিনে রাজ্যে সংক্রমিত ১৭ হাজার পার

এই পরিস্থিতিতে ফের একবার নিয়ন্ত্রণবিধি জারি করল রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে ফের একবার নিয়ন্ত্রণবিধি জারি করল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্যে আংশিক লকডাউন ঘোষণার দিনই দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা ১০০-র দোরগোড়ায় পৌঁছে গেল। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে মৃত্য হয়েছে ৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৪১১।

Advertisment

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী কলকাতায় একদিনে সংক্রমিত ৩ হাজার ৯২৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। উল্লেখযোগ্য, ভাবে পাহাড়েও ভয়াল রূপ ধারণ করেছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। একদিনে দার্জিলিংয়ে মৃত ৭ জন, সংক্রমিত ৪০০ জন।

এদিকে, রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ফের একবার নিয়ন্ত্রণবিধি জারি করল রাজ্য সরকার। আজ থেকেই লাগু হল নয়া নির্দেশিকা। সেখানে উল্লেখ, অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। বন্ধ রাখতে হবে রেস্তোঁরাও। নিষিদ্ধ হল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত। পরবর্তী নির্দেশিকার আগে বিয়েবাড়িও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেকদিন বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা ও বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত। অর্থাৎ এবার থেকে রোজ পাঁচ ঘন্টা করে বাজার-হাট খোলা থাকবে। তবে, জরুরি পরিষেবা ও সামগ্রীর দোকান খোলা থাকবে। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ, ওষুধ, মুদিখানার দোকান।

West Bengal coronavirus