রাজ্য করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। এবার বাংলায় দৈনিক সংক্রমণ ২১ হাজারের দোরগোড়ায়। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। তবে গতকালের তুলনায় সামান্য কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২৯ জনের।
রাজ্যে এই মুহূর্তে এক লাফে অনেকটাই বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জন। তবে স্বস্তির খবর, একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৬৮ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৩১ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। কলকাতায় সংক্রমিত ৩ হাজার ৯২৪ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনার, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুরের জেলার করোনা গ্রাফ।
এদিকে, কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে দুটি ডোজের মধ্যে ১২-১৬ সপ্তাহের ব্যবধান হওয়া দরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করল কেন্দ্রকে। তবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে দুটি ডোজের ব্যবধান অপরিবর্তিতই থাকছে। পাশাপাশি, টিকাকরণ সংক্রান্ত জাতীয় উপদেষ্টা গোষ্ঠী আরও জানিয়েছে, গর্ভবতী মহিলারাও টিকা নিতে পারবেন এবার থেকে। বর্তমানে ঝুঁকির কারণে তাঁরা টিকা নিতে পারছিলেন না।