Advertisment

পশ্চিম মেদিনীপুরে করোনা থাবা? ‘সন্দেহজনক’ জ্বর নিয়ে ঘরবন্দি জাপান ফেরত যুবক

কয়েকদিন ওষুধ খেলেও জ্বর না কমায় নিজেই মেদিনীপুর মেডিকেল কলেজে যান ওই যুবক। সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
novel coronavirus, করোনা ভাইরাস, করোনা, করোনা আতঙ্ক, ভারতে করোনা ভাইরাস, বিটিং দ্য রিট্রিট, দ্য বিটিং রিট্রিট, দ্য বিটিং রিট্রিট অনুষ্ঠান দর্শনার্থী ছাড়াই, করোনা আতঙ্ক, COVID-19 , coronavirus, coronavirus india, The Beating Retreat, The Beating Retreat event

করোনা আতঙ্কে কাঁপছে দেশ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনার থাবা এবার পশ্চিম মেদিনীপুরে? জাপান ফেরত যুবকের শরীরে করোনা উপসর্গ দেখা গিয়েছে। যা ঘিরে করোনা আতঙ্কে রাজ্যের এই জেলা। গত রবিবার জাপান থেকে বাড়ি ফিরেছিলেন যুবক। বাড়িতে ফিরেই পরদিন থেকেই পেটের সমস্যা ও জ্বরে ভোগেন ওই যুবক। কয়েকদিন ওষুধ খেলেও জ্বর না কমায় নিজেই মেদিনীপুর মেডিকেল কলেজে যান ওই যুবক। সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিজের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে ওই যুবককে।

Advertisment

এ প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. গিরিশচন্দ্র বেরা বলেন, ‘‘পেটের সামান্য কিছু সমস্যা ছিল, আমরা নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। তেমন কিছু নয় বলেই মনে হল। তবু নমুনা পরীক্ষার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে’’। আপাতত ওই যুবককে পর্যবেক্ষণে রাখছে স্বাস্থ্য দফতর। নিজের বাড়িতেই তিনি আলাদাভাবে থাকবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় কী করবেন? জানুন মমতার দাওয়াই

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। আক্রান্তদের মধ্যে ১৬ জন ইটালির বাসিন্দা, একজন কানাডার বাসিন্দা। এদিনও করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। সাবধানতা মেনে চলুন।এখন আমরা হাত মেলাবো না। নমস্কার করব। ৫ মিটার দূর থেকে কথা বলুন। আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। রান্না করা খাবার খান। কাঁচা খাবার খাবেন না। যেখানে সেখানে থুতু ফেলবেন না। করোনার মৃত্যুর হার ২%। শরীর খারাপ হলে ১৪ দিন বিশ্রাম নিন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এক ঘণ্টা অন্তর সাবান দিয়ে হাত পরিষ্কার করুন’’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal
Advertisment