New Update
/indian-express-bangla/media/media_files/2025/06/05/0yNOmVLQG9J62qnF5fsX.jpg)
COVID-19 surge in Bengal: নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা।
COVID-19 In India Updates: ভারতে ফের লকডাউনের বিরাট ইঙ্গিত? অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪০০ পার! পঞ্চম ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে দেশবাসী।
Advertisment
করোনাভাইরাস ফের ভারতে দাপট দেখাতে শুরু করেছে । নতুন ওমিক্রন সাব-ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ৬,৪৯১-এ পৌঁছেছে। পঞ্চম ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। প্রশ্ন উঠছে—দেশ কি আবারও লকডাউনের পথে হাঁটতে বাধ্য হবে?
গত ৪৮ ঘণ্টায় চমকে দেওয়া পরিসংখ্যান
মোট অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা : ৬,৪৯১ জন
- গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ: ৭৬৯ টি
- জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত মৃত্যু: ৬৫ জন
- গত ২৪ ঘণ্টায় মৃত্যু: ০ (কোনও মৃত্যু হয়নি)
- মোট সুস্থ হয়ে ওঠা রোগী: ৫,৪৮৪ জন
সর্বাধিক সংক্রমণ এই রাজ্যগুলিতে
Advertisment
- কেরল: ১২৭টি নতুন কেস
- গুজরাট: ১০২টি নয়া সংক্রমণ
- দিল্লি: ৭৩ জন আক্রান্ত
- তামিলনাড়ু: ২৭ জন
- পশ্চিমবঙ্গ: ২৬ জন
- মহারাষ্ট্র: ২৪ জন
- ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশ: যথাক্রমে ১৭ ও ১০টি নতুন সংক্রমণ
সাবধান হোন এই উপসর্গগুলো দেখলে:
- পেট খারাপ, ডায়রিয়া
- গ্যাস্ট্রিকের সমস্যা
- দুর্বলতা ও অলসতা
- হালকা জ্বর, সর্দি-কাশি
প্রস্তুতির জন্য মক ড্রিল শুরু
- কেন্দ্র সব রাজ্যকে অক্সিজেন, ওষুধ ও ভেন্টিলেটর স্টক রিভিউ করতে বলেছে।
- রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে COVID প্রোটোকল ফের চালু করা যায়।
- কেরল ও দিল্লির মতো রাজ্যগুলো ইতিমধ্যেই সতর্কতা ব্যবস্থা জোরদার করছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনই লকডাউনের প্রয়োজন না হলেও পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। সংক্রমণের হার যদি এমনভাবেই বাড়তে থাকে, তবে নতুন গাইডলাইন বা আংশিক বিধিনিষেধ কার্যকর হতে পারে।