Advertisment

কলকাতায় ফের মিলল 'টাকার পাহাড়', এবার বিরাট মাদক কারবারের পর্দাফাঁস

আবারও শহর কলকাতার বহুতলের হানা দিয়ে টাকার পাহাড়ের হদিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
huge money recover from kolkata chingrihata area

কলকাতায় ফের উদ্ধার কাঁড়ি-কাঁড়ি টাকা।

ফের কলকাতা শহরের বহুতলের ফ্ল্যাটে তল্লাশিতে মিলল লক্ষ-লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। চিংড়িহাটার ওই বহুতল থেকে কেজি পাঁচেক ব্রাউন সুগার-সহ নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ওই ফ্ল্যাট থেকে ব্রাউন সুগারের কারবারি হওয়ার অভিযোগে এক দম্পতিকে পুলিশ আটক করেছে।

Advertisment

জানা গিয়েছে এর আগে পার্ক সার্কাসের একটি বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকেই চিংড়িহাটার এই বহুতলটির হদিশ মেলে। এরপর বহুতলের ওই ফ্ল্যাটে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ঘণ্টার পর ঘণ্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চলে। একই সঙ্গে ফ্ল্যাট মালিক মোমিন খান এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন- বাঁকুড়ার প্রাইমারি স্কুলে পড়াবেন সিভিক ভলান্টিয়াররা? নেপথ্যে ‘মারাত্মক ভাবনা’ ফাঁস BJP নেতার

দফায়-দফায় ঘণ্টার পর ঘণ্টা তল্লাশিতে ফ্ল্যাটটি থেকে পাঁচ কেজিরও বেশি ব্রাউন সুগার ও নগদ ৫ লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে। একইসঙ্গে এই দম্পতিকেও আটক করা হয়েছে। আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন, ওই দম্পতি এলাকার কারও সঙ্গেই বেশি কথা বলতেন না। অনেক অপরিচিত লোকজন মাঝেমধ্যেই তাঁদের ওই ফ্ল্যাটে ঢুকতেন বলে জানিয়েছেন তাঁরা। ধৃত দম্পতিকে জেরা করে কিংপিনের খোঁজে পুলিশ। কলকাতা শহর বা রাজ্যের আর কোথায়-কোথায় এদের সহযোগিরা ছড়িয়ে রয়েছে তা জানার চেষ্টা চলছে।

kolkata police West Bengal
Advertisment