বারবার শুভেন্দু অধিকারীর কনভয়েই কেন দুর্ঘটনা? উপযুক্ত তদন্ত চেয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদন মামলাকারীর। জেড ক্যাডাগরির নিরাপত্তা পেয়ে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও তাঁর মতো হাই প্রোফাইল রাজনীতিবিদের কনভয় কেন দুর্ঘটনার কবলে পড়ছে? এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখার আবেদন মামলাকারীর।
শুভেন্দু অধিকারীর কনভয় বারবার দুর্ঘটনায় পড়া নিয়ে এবার হাইেকার্টে মামলা দায়ের হল। গত ২ মাসের মধ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয় তিন বার দুর্ঘটনার কবলে পড়েছে। শেষবার অর্থাৎ ২২ অগাস্ট কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের মারিশদার কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। লরি এসে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটিতে।
আরও পড়ুন- গরু পাচার মামলা: আটক অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর, বোলপুরের ৪ জায়গায় CBI হানা
তারও আগে ১২ জুলাই কলকাতার ইএম বাইপাসে কালিকাপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। কনভয়ের একটি গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। সেই ঘটনারও ১১ দিন আগে পূর্ব মেদিনীপুরের মারিশদায় দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। যদিও পরপর এই দুর্ঘটনায় তাঁর কনভয়ের গাড়ি পড়লেও শুভেন্দু অধিকারী নিজে অবশ্য চোট পাননি।
জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও বারবার কেন তাঁর কনভয়েই দুর্ঘটনা ঘটছে? এর পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে কিনা, তার তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদন মামলাকারীর।