প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে তৈরি সিবিআই সিটকেই এবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের ভার কলকাতা হাইকোর্টের। তবে এবার থেকে আদালতের নজরদারিতে পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির তদন্ত চলবে বলে নির্দেশে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
এদিন সিবিআই তদন্তের ধরন নিয়ে খানিকটা উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। তদন্তে আদৌ কোনও অগ্রগতি হয়েছে কিনা এদিন সিবিআইয়ের কাছে জানতে চেয়েছেন বিচারপতি সিনহা। তদন্তের অগ্রগতি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সিবিআই পুরনো তথ্যে ভরা রিপোর্ট দিচ্ছে বলেও মনে করেন বিচারপতি।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বৈঠক, মমতার সামনেই সুগত-সুবোধদের উল্টো মত নৃসিংহপ্রসাদের
রাজ্যের পুরসভাগুলিতেও নিয়োগে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের বাড়িতে তল্লাশিতে বেশ কিছু নথি পায় কেন্দ্রীয় সংস্থা। সেই সব নথি খতিয়ে দেখেই পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির আঁচ পায় সিবিআই। হাইকোর্ট এক্ষেত্রেও সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তবে এবার সরাসরি আদালতের নজরদারিতেই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত চলবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন- একই সময়ে দুই শহরে একই সংস্থার শোরুমে হাড়হিম ডাকাতি, বিরাট চক্রান্তের সন্দেহ পুলিশের!
এরই পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্তের গতি কতদূর এগিয়েছে তা ইডির আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এক বার সমন পাঠিয়ে কেন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়নি তাও এদিন জানতে চাওয়া হয়। অভিষেকের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট আগামী ১৪ সেপ্টেম্বর ইডিকে আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।