/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Manua-Majumdar.jpg)
Manua Majumdar: মনুয়া মজুমদার।
Manua Majumdar: পরিবারে সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হল স্বামী হত্যায় দোষী মনুয়া মজুমদারকে (Manua Majumdar)। ৬ ঘণ্টার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। জেলে থাকাকালীন ভালো ব্যবহার করছেন মনুয়া, তারই জেরে তাঁকে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে আদালত, এমনই খবর সূত্রের। সোমবার বারাসত থানা প্রথমে আনা হয়েছিল মনুয়া মজুমদারকে। থানা থেকেই পুলিশের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়িতে।
উল্লেখ্য, ২০১৭ সালে উত্তর ২৪ পরগনার বারাসতের হৃদয়পুরে (Hridaypur) স্বামী অনুপম সিংহকে খুনের দায়ে মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিতের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে জেল সূত্রের খবর, মনুয়া মজুমদার সবার সঙ্গে জেলে ভালো আচরণ করছেন। বিভিন্ন সময়ে সংশোধনাগারের তরফে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সকলের নজর কেড়েছেন মনুয়া।
জামিনের আবেন জানিয়েছিলেন মনুয়া মজুমদার। তবে আদালত তার আবেদন খারিজ করেছে। বর্তমানে বর্ধমান (Burdwan) কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন মুয়া। জেল সূত্রের খবর, ভালো আচরণের জন্য প্যারোলে তাঁকে মুক্তির নির্দেশ দেয় আদালত। সোমবার ৬ ঘণ্টার জন্য প্যারোলে তাঁকে মুক্তি দেয় আদালত।