Advertisment

সুতপাকে নৃশংস খুনে ঐতিহাসিক রায়! দোষী সুশান্তের ফাঁসির সাজা

বহরমপুরে সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত হওয়া সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা দিল আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
sutapa murder case

সাজা শোনার পর সপশান্ত চৌধুরী।

Sutapa Chowdhury Murder Case: বহরমপুরে সুতপা চৌধুরী খুনে দোষী সাব্যস্ত হওয়া সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা দিল আদালত। খুনের দায়ে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল বহরমপুরের ফার্স্ট ট্র্যাক কোর্ট। এটিকে বিরল থেকে বিরতল ঘটনা বিবেচনা করেই বিচারক ফাঁসির সাজা দিয়েছেন। এদিন আদালতে এমনই বলেছেন সুতপার পরিবারের আইনজীবী।

Advertisment

বহরমপুরে সুতপা চৌধুরী হত্যা মামলায় ফাঁসির সাজা শোনাল আদালত। বৃহস্পতিবার এই মামলার রায়দানের সময় বহরমপুরের বহু মানুষ কোর্ট চত্বরে ভিড় জমিয়েছিলেন। রোমহর্ষক এই হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বহরমপুরকে। প্রকাশ্যে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী। তরুণীর মৃত্যু নিশ্চিত করতে ৪২ বার তাঁর শরীরে ধারালো অস্ত্রের কোপ বসায় সে। বাধা দিতে গেলে অন্যদেরও খুনের হুমকি দেয় সুশান্ত।

আরও পড়ুন- বুদ্ধবাবুকে দেখে এলেন নওশাদ, দিয়ে এলেন দেশি কই আর শিঙি মাছ

এরপর দীর্ঘ ১৫ মাস ধরে চলে এই মামলা। সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওয়া হয়। এই মামলায় ৩৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। সুশান্তর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিল সুতপা। তীব্র আক্রোশে তাঁর উপর হামলা চালায় সুশান্ত। সুততাপ রাবাব প্রখম দিন থেকে মেয়েকে খুনের দায়ে শাুন্তার ফাঁসির সাজা চাইছিলেন।

শেষমেশ সূ পক্,ের বক্তত্য শোনা এবং বিভিন্ন তত্য-প্রমাম খতিয়ে দেখার পর গত পরশু দিন সুতপা চৌধুরী হত্যা মামলায় সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন বিতারক। আজ সুতপাকে খুনের দায়ে শুনাত্কে মৃত্য়ুদণ্ডের সাজা দিয়েছেন বিতারক।

Sutapa Murder Case death penalty West Bengal
Advertisment