আবারও রাজ্যে করোনায় মৃত্যু। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত রোগীর। মৃত সোনালি সরকার দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে অসুস্থ হওয়ার জেরে তাঁকে আইডি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে করোনা টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। শেষমেশ তাঁর মৃত্যু হয়।
দিন কয়েক আগে বর্ধামন মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চার রোগীর মৃত্যুর খবর সামনে আসে। এখনও ওই হাসপাতালে করোনা আক্রান্ত বেশ কয়েকজন ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নয়া প্রজাতি EG.5 নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছে।
আরও পড়ুন- বেড়াল ভেবে ছোট্ট ছানার প্রতিপালন, বড় হতেই তার রূপ দেখে চোখ কপালে!
তবে বাংলায় নতুন করে করোনা রোগীর সন্ধান মেলায় ছড়াচ্ছে আতঙ্ক। যদিও চিকিৎসদের একাংশ বলছেন, আগে থেকে শরীরে অন্য রোগ হাসা বাধলে তারপর যদি কারও করোনা হয় তবে ঝুঁকি বাড়ে। যদিও করোনা নিয়ে নতুন করে আতঙ্কের বদলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন তাঁরা।