কোভিড সচেতনতায় গান বাঁধলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। নিজে সুর দিয়েছেন, সেই গান নিজেই গেয়েছে। প্রকাশ্যে এল গণসঙ্গীতের আঙ্গিকে তৈরি কোভিড সচেতনতার সেই গান।
মিনিট ছয়েকের গানটিতে কোভিড ভীতি দূর করে সাহস সঞ্চয়ের বার্তা রয়েছে। রয়েছে করোনাবিধি মেনে স্বাভাবিক জীবন যাপনের বার্তাও। পাশে থাকছেন আশা দিদিমণি থেকে ডাক্তারবাবু। জেলার "হ্যালো ডাক্তারবাবু" প্রকল্পে এই গান নতুন মাত্রা যোগ করেছে।
ছোটবেলা থেকেই গান গাওয়ার ঝোঁক ছিল পঞ্চম শ্রেণীতে পড়াকালীন বাড়িতে দিদি মণিদীপার কাছে গান শেখা শুরু। তারপর আজও সেই চর্চা বহমান। বেতারে গান গেয়েছেন বেশ কিছু দিন। স্বাস্থ্য দফতরে কাজের ফাঁকে যখন যেমন সময় পেয়েছেন,গানের চর্চা চালিয়ে গিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত,আধুনিক গান সবই তাঁকে আকৃষ্ট করে। জয়তী চক্রবর্তী,কবীর সুমন,নচিকেতা চক্রবর্তীর গানের ভক্ত সৌম্যশংঙ্কর ইতিমধ্যে ৩০টি গান লিখেছেন। ডেঙ্গু, যক্ষা, এডস নিয়ে সচেতনতার গান।
পুরুলিয়ায় স্বাস্থ্য বিভাগে থাকাকালিন ডাক্তারদের নিয়ে তৈরি করেছিলেন গানের ব্যাণ্ডও।"চেতনা মেডি-ব্যাণ্ড" নামে গানের দলটি রীতিমতো সাড়া ফেলেছিল। এবার সৌম্যশঙ্করের সৃষ্টিশৈলীতে নবতম সংযোজন কোভিড নিয়ে গান।
সৌম্যের এই সৃষ্টিশীলতায় গর্বিত তাঁর সহকর্মীরা। সোমবার নন্দীগ্রাম মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের কর্মীরা গীতিকার, সুরকার, গায়ক ডাঃ সৌম্যশঙ্কর ষড়ঙ্গীকে সংবর্ধিত দেন। পূর্ব মেদিনীপুর জেলার হ্যালো ডাক্তারবাবু প্রকল্পের থিম সং-ও সৌম্যের তৈরি।