Advertisment

রাজ্যে আরও শিথিল কোভিডবিধি, কোন কোন ক্ষেত্রে ছাড়? জানালেন মুখ্যমন্ত্রী

১লা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। ১৬ তারিখ ফের হবে পর্যালোচনা বৈঠক।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata assured on behalf of Bengal govt to return free students from Ukraine to state

মুখ্যমন্ত্রীর আশ্বাস।

সংক্রমণের হার অনেকটাই কমেছে। ফলে আগেই বিধি শিথিল করেছিল নবান্ন। সোমবার করোনাবিধির শিথিলতা আরও বাড়াল রাজ্য সরকার। নবান্নে এই ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়।

Advertisment

১লা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। ১৬ তারিখ ফের বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কোন কোন ক্ষেত্রে বিধি শিথিল?

  • সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে কাজকর্ম হবে।
  • ৭৫ শতাংশ নিয়ে সিনেমা হল, থিয়েটার হল, রেস্তোরাঁ এবং বার চালু থাকবে।
  • ৭৫ শতাংশ আসনে লোক নিয়ে ক্রীড়া সংক্রান্ত নানা কাজ হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, 'সিএবিরও আইপিএল আসছে। সুতরাং একটা ভেন্যু থেকে ৭৫ শতাংশ ক্যাপাসিটি রেখে করতে পারবে।'
  • সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি ৭৫ শতাংশ আসনে লোক নিয়ে করা যাবে।
  • নেতাজি ইনডোরে কোনও অনুষ্ঠান হলে ৭৫ শতাংশ আসন ক্ষমতা নিয়ে অনুষ্ঠান করা যাবে।
  • সুইমিং পুল, পার্ক খুলে দেওয়া হবে।
  • বিয়েবাড়িতে ৭৫ শতাংশ উপস্থিতিতে ছাড়।
  • রাত্রীকালীন নিয়ন্ত্রণ রাদ ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত।
  • মুম্বই, দিল্লির বিমান নিয়মিত ওঠানামা করবে।
  • ইউকে-কলকাতা উড়ানেও ছাড় ঘোষণা।

মমতা জানিয়েছেন, সংক্রমণের কথা বিবেচনা করে রাস্তার মিটিং মিছিলে একটু কড়াকড়ি জারি থাকবে হয়েছে। তাঁর আশঙ্কা সবটা একসঙ্গে ছাড়লে সমস্যা হতে পারে। এছাড়া জানান, দিল্লি, মুম্বইয়ের সঙ্গে কলকাতা আকাশ পথে সংযোগে ছাড় দেওয়া হলেও বেঙ্গালুরুতে আক্রান্তের হার এখনও বেশি। তা কলকাতা-বেঙ্গালুরু উড়া পরিষেবায় ছাড়ের জন্য অপেক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার রাজ্যমন্ত্রিসভার বৈঠকও ছিল। এ বিষয়ে মমতা জানিয়েছেন, দেউচা পাচামি প্রকল্পে জমিদাতাদের পুনর্বাসনে ক্যাবিনেটের অনুমোদন মিলেছে। জমিদাতা প্রতি পরিবারের একজনকে জুনিয়র ও সিনিয়র কনস্টেবল পদে নেওয়া হবে। ৫১০০ পোস্টে এ দিনই অনুমোদন দেওয়া হয়েছে। ১৩৯ জন জমি দিতে রাজি হয়েছেন। যারা জমি দেবে তাদের পাট্টাও দেওয়া হবে। জমির বদলে জমি, ক্ষতিপূরণ সবই থাকবে।

চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ চালু হচ্ছে। যারা বাংলায় থাকে এবং পড়াশোনা করছে আইটিআই, পলিটেকনিক পড়ুয়ারাও বা সমগোত্রীয় কোর্স পড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর যারা পাবে, ৪০ বছর বয়সের মধ্যে তারা এটা আবেদন করতে পারবে। বছরে ৬ হাজার করে ইন্টার্ন নেওয়া হবে। এদের ৫ হাজার করে রেমুনারেশন দেওয়া হবে। প্রথমে ১ বছর ইন্টার্নশিপ। ভাল কাজ করলে তাদের আবার রিভিউ করা হবে। অনলাইন আবেদন করতে হবে।

আরও পড়ুন- রাজ্যে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কবে থেকে? ঘোষণা মমতার

Mamata Banerjee West Bengal Corona Restrictions
Advertisment