সিবিআই হেফাজতে লাগাতার জেরা অনুব্রত মণ্ডলকে। তৃণমূল নেতার আয়, সম্পত্তির উৎস জানতে চান গোয়েন্দারা। গতকাল কয়েক ঘণ্টার জেরায় বেশ কিছু তথ্য সামনে এসেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আজ সকাল থেকেই নিজাম প্যালেসের বিশেষ ঘরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
গরু পাচার মামলায় আষ্ঠেপৃষ্টে নাম জড়িয়েছে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। রাজনৈতিক প্রভাব খাটিয়েই অনুব্রত বাংলাদেশে গরু পাচারের 'মাথা' ছিলেন বলে জানতে পেরেছে সিবিআই, এমনই খবর সূত্রের। একটানা কয়েক বছর ধরে বেআইনি এই কারবার চালিয়ে অনুব্রত মণ্ডল টাকার পাহাড় গড়েছেন বলেও সূত্রের দাবি। ইতিমধ্যেই গরু পাচার মামলায় অনুব্রতর নাম চার্জশিটে উল্লেখ করে আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গরু পাচার মামলার তদন্তে নেমে একাধিক জায়গায় এর আগে হানা দিয়েছে সিবিআই। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। এছাড়াও অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষীকে গ্রেফতারের পর তাঁকে দফায়-দফায় জেরাতেও মিলেছে নানা বিস্ফোরক তথ্য।
আরও পড়ুন- ‘অনুব্রতর পাপের ভাগ ওঁর দল বা পরিবার কেউই নেবে না’, কটাক্ষ দিলীপের
সূত্র মারফত জানা গিয়েছে, জেরায় অনুব্রতর দেহরক্ষী গরু পাচার কাণ্ডের মূল 'মাথা' হিসেবে অনুব্রতকেই নাকি 'দায়ী' করেছেন। এমনই বেশ কিছু তথ্য-প্রমাণ হাতে নিয়ে তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে আজ ফের একবার জেরা শুরু সিবিআইয়ের।
অনুব্রত মণ্ডলের আয় কত? কোথায়-কোথায় তাঁর জমি-বাড়ি-ফ্ল্যাট বা অন্য সম্পত্তি আছে? তাঁর মেয়ের নামে কত সম্পত্তি রয়েছে? এমনই বেশ কিছু তথ্য জানতে চান তদন্তকারীরা। মোটের উপর অনুব্রত মণ্ডলের বর্তমানে আয়ের উৎস জানতে চান তদন্তকারীরা। আয়ের সঙ্গেই মিলিয়ে দেখা হবে তাঁর সম্পত্তির খতিয়ান।