/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/gurudas-759.jpg)
গুরুদাস দাশগুপ্ত। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সিপিএই নেতা গুরুদাস দাশগুপ্তের জীবনাবসান। জানা যাচ্ছে, আজ ভোর ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ক্যান্সারে ভুগছিলেন প্রাক্তন সাংসদ। গুরুদাস দাশগুপ্তের প্রয়াণের খবর নিশ্চিত করেন সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিনি বলেন, ‘‘আজ ভোরে গুরুদাস দাশগুপ্তের প্রয়াণ হয়েছে। কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন’’।
টুইটারে গুরুদাস দাশগুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছে সিপিআইএম। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘ গুরুদাস দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ। সাংসদ ও ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে ওঁর অবদানের জন্য চিরকাল ওঁকে সকলে মনে রাখবেন’’।
আরও পড়ুন: গুরুদাস দাশগুপ্ত: সংসদে নিপীড়িত মানুষের জোরালো কণ্ঠস্বর
We mourn the demise of Comrade Gurudas Dasgupta, veteran leader of the Communist Party of India and renowned Parliamentarian. His contributions to the Left and working class Movement will inspire the young generation. ✊ pic.twitter.com/1mmTzYkSFg
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) October 31, 2019
আরও পড়ুন: শোভন মমতার কাছে ফেরায় মুখ খুললেন রত্না
একনজরে গুরুদাস দাশগুপ্তের রাজনৈতিক কেরিয়ার...
১৯৮৫ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন গুরুদাস দাশগুপ্ত। ২০০১ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তিনি। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া থেকে নির্বাচিত হন গুরুদাস। ২০০৯ সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে লড়েও জয়ী হন গুরুদাস দাশহুপ্ত। টুজি স্পেকট্রাম কেলেঙ্কারির তদন্তে যুগ্ম সংসদীয় কমিটির সদস্য ছিলেন এই বর্ষীয়ান সিপিআই নেতা।
Read the full story in English