Advertisment

CPM-ISF: চিন্তায় চিন্তায় ছিঁড়ে যাচ্ছে আলিমুদ্দিন! ISF-এর আবদারে ঘুমই আসছে না বিমান-সেলিমদের

Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা করে চলতে চায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে বাম নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিল আইএসএফ-এর রাজ্য নেতৃত্ব। সেই বৈঠকেই আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এমন একটি আবদার করেছে যা মেটানো নিয়ে ঘুম উড়েছে বাম নেতাদের। শেষমেশ ISF তাঁদের দাবি থেকে না সরলে জোট সম্ভাবনা ভেস্তে যেতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
cpim and isf meet on seat adjustment in lok sabha election 2024

Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা করেই এগোতে চায় আইএসএফ।

CPM-ISF: শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। ফাস্ট ল্যাপেই প্রতিপক্ষরা বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। সর্বপ্রথম এরাজ্যের ২০টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল BJP। এরপর গতকালই আসন্ন লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসকদল তৃণমূল (Tmc)। তবে এখনও পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি বাম-কংগ্রেস কিংবা ISF। এদিকে, আইএসএফ-এর সঙ্গে সম্প্রতি নির্বাচনী সমঝোতা নিয়ে কথা বলেছে বামেরা। সূত্রের খবর, আলিমুদ্দিন স্ট্রিটে হওয়া সেই বৈঠকে নওশাদ সিদ্দিকীদের (Nawsad Siddique) দল যা আসন চেয়ে বসেছে তাতে বেজায় বিপাকে বামফ্রন্ট।

Advertisment

সম্প্রতি CPM-এর রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) সঙ্গে বৈঠক হয় ISF রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা করে ভোটে নামতে তৈরি ISF। তবে এক্ষেত্রে তাঁরা বামেদের কাছে ১৪টি আসন দাবি করেছে। ISF-এর এই দাবিতেই বেজায় জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন- Loksabha Election 2024: রচনা, জুন, দেবরা প্রার্থী, শিকে না ছেঁড়ায় রাতারাতি তৃণমূল ছাড়লেন তারকা অভিনেত্রী

সূত্র মারফত জানা গিয়েছে, বসিরহাট, উলুবেড়িয়া, বারাসত-সহ এরাজ্যের ১৪টি আসন বামেদের কাছে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলিকেই পাখির চোখ করে এগোতে চাইছে আইএসএফ।

আরও পড়ুন- Locket Chatterjee-Rachana Banerjee: জমে ক্ষীর হুগলি! ‘দিদি নং ১’ রচনা প্রতিপক্ষ, শুনেই চমকে দেওয়া মন্তব্য লকেটের!

এদিকে, আসন চেয়ে তাঁদের এই দাবিতে বিপাকে পড়ে গিয়েছে বামেরা। শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে সিপিএম। তবে শেষমেশ ISF তাঁদের আসন চেয়ে এই দাবি না কমালে সমঝোতা ভেস্তে পর্যন্ত যেতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন- Arjun Singh: ‘কথা দিয়েও’ ব্যারাকপুরে অর্জুনকে কেন প্রার্থী করল না তৃণমূল? রহস্য কোথায়?

CPIM West Bengal ISF Biman Basu loksabha election 2024
Advertisment