Advertisment

CPIM Brigade Rally: দিল্লি পারবে না, বাংলাকে বাঁচাতে এককাট্টা হোন: মহঃ সেলিম

Kolkata Brigade Parade Rally: টানা ৫০ দিন ধরে ইনসাফ যাত্রার পর আজ ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ব্রিগেডমুখী বহু বাম কর্মী-সমর্থক। লোকসভা ভোটের মাত্র কয়েকমাস আগে আজকের এই ব্রিগেড সমাবেশে বামেদের কাছেও মস্ত চ্যালেঞ্জ।

author-image
IE Bangla Web Desk
New Update
DYFI Brigade CPIM salim, সিপিএমের ব্রিগেড মহঃ সেলিম

ব্রিগেডের মঞ্চে মহঃ সেলিম।

CPM Brigade Rally: ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে পদ্ম ও জোড়া-ফুল শিবিরকে নিশানানা করে একের পর এক হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মখোপাধ্যায়। সাফ বললেন, 'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি। কারোর বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে কারোর বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে।' ডিওয়াইএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, 'এই মাঠে ইন্ডিয়া-ভারত নাম নিয়ে তর্ক হবে না, জাত-পাত নিয়ে কথা হবে। লড়াইয়ের শর্ত হবে রুটি-রুজি। কাজ। আর তাই নকল যুদ্ধ ছাড়ো। আসল যুদ্ধ করো।'

Advertisment

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, "হক চাইতে গেলে ধক লাগে, যা DYFI আজ দেখিয়েছে। বাংলাকে বাঁচাতে কোনও হিল্লি-দিল্লির দরকার নেই। ৫৬ নয়, ৩৫৬ নয়, আমরা সকলে এককাট্টা হলে আমরাই কাফি আছি।" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ শানাতে গিয়ে সেলিম বলেছেন, "ভাইপো নয়। ভেঁপো। তার চেয়ে ডেপো বলা ভাল। যখন সব বেঞ্চ বলল কিছু হবে না, তখন, তিনি চলে গেলেন দিল্লি। বললেন, দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা।"

লোকসভা ভোটের আগে রবিবারের ব্রিগেড সমাবেশ বামেদের কাছে ছিল অ্যাসিড টেস্টের মতো। DYFI-এর ডাকে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলি থেকেও ব্রিগেডে ভিড় জমান বাম সমর্থকরা লোকসভা ভোটের আগে কার্যত এ ছিল সিপিএমের শক্তি প্রদর্শনের ব্রিগেড সমাবেশ। গত প্রায় দু'মাস ধরে ইনসাফের দাবিতে রাজ্যজুড়ে পদযাত্রা করেছে DYFI। জেলায় জেলায় ঘুরে বামদের সাংগঠনিক শক্তি চাঙ্গা করার প্রয়াস চোখে পড়েছে। দলের যুব সংগঠনের এমন তৎপরতায় উচ্ছ্বসিত আলিমুদ্দিনের নেতারাও। আজ রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি, বাংলার জল' গেয়েই ব্রিগেডের সভার সূচনা করেন ডিওয়াইএফআই নেতৃত্ব।

publive-image

শিয়ালদহ স্টেশনের বাইরে ব্রিগেডমুখী বাম কর্মী-সমর্থকেরা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

publive-image
publive-image

এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

  • Jan 07, 2024 15:44 IST
    মীনাক্ষীর হুঙ্কার

    'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি। কারোর বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে। বামপন্থীরা রক্তবীজের জাত। বামপন্থীরা রক্তবীজের জাত, লড়ে যাবে-লড়ে যাবে।', যুব সমাবেশ থেকে হুঙ্কার মীনাক্ষীর।



  • Jan 07, 2024 15:40 IST
    হিসাব চাইলেন সেলিম

    '১০০ দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত ভোটে বললেন দিল্লি থেকে নিয়ে আসব। কত খেল, কত নিল বাংলার মানুষকে দেখাতে হবে। সংসদে মোদী বলেছিলেন গর্ত খোঁড়ার কাজ। ভাতা বন্ধ করার কথা বলেছিলেন।'



  • Jan 07, 2024 15:17 IST
    ভাইপো নয়, ওটাকে ডেপো বলাই ভাল: মহঃ সেলিম

    'ভাইপো নয়। ভেঁপো। তার চেয়ে ডেপো বলা ভাল। যখন সব বেঞ্চ বলল কিছু হবে না, তখন, তিনি চলে গেলেন দিল্লি। বললেন, দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা।'



  • Jan 07, 2024 15:16 IST
    হিসাব চাইলেন সেলিম

    '১০০ দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত ভোটে বললেন দিল্লি থেকে নিয়ে আসব। কত খেল, কত নিল বাংলার মানুষকে দেখাতে হবে। সংসদে মোদী বলেছিলেন গর্ত খোঁড়ার কাজ। ভাতা বন্ধ করার কথা বলেছিলেন।'



  • Jan 07, 2024 15:15 IST
    দিল্লি পারবে না, বাংলাকে বাঁচাতে এককাট্টা হোন'

    'যাঁরা চুরি করছে, রাজ্যের মানুষ তাঁদের শাস্তি চাইছে। যৌবনকে দেখে বলছে, তোমরা পারবে। ৫৬ নয়, ৩৫৬ নয়, মুষ্টিবদ্ধ হাত আপনারা যদি আকাশের দিকে তুলে ধরেন, মাথা উঁচু করে শপথ নেন, বাংলাকে বাঁচাতে, আমাদের শিল্প, কৃষ্টি, ঘর, মা-বোনদের ইজ্জত, ঐতিহ্য, ইতিহাস রক্ষার জন্য যদি এককাট্টা হন, কোনও দিল্লি পারবে না।' বললেন মহঃ সেলিম।



  • Jan 07, 2024 15:12 IST
    সেলিমের ড্যামেজ কন্ট্রোল

    নিজের ভাষণে কবি নজরুলের কবিতা উদ্ধৃত করতে গিয়ে নীনাক্ষী জানান, তিনি একটি লাইন ভুলে গিয়েছেন। মীনাক্ষীর ঠিক পরেই সেই সূত্র ধরেই মহম্মদ সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, 'বামপন্থা দক্ষিণপন্থার ফারাক কী? উত্তেজনায় নজরুলের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে বললেন, ভুলে গেছি। রণক্লান্ত তো। মমতা কী বলতে পারে ভুলে গেছি? মোদী কখনও বলতে পারে? কোনও ফ্যাসিস্ত পারে না। বামপন্থীরা পারেন। চোরকে চোর বলতে, গুন্ডাকে গুন্ডা বলতে, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে, বামপন্থা ভয় পায়নি। পাবে না। এখানে যাঁরা এসেছেন, ভয়কে জয় করে এসেছেন।'



  • Jan 07, 2024 14:53 IST
    নকল যুদ্ধ ছাড়ো। আসল যুদ্ধ করো: মীনাক্ষী

    '২ হাজার ৯১০ কিমি হেঁটেছেন বামপন্থীরা। পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়। নেতৃত্বদের শেখানো রাস্তায় আমরা হাঁটি। ইনসাফের লড়াই ধারাবাহিক-দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে। এই মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, এই মাঠে লড়াইয়ের শর্ত বর্ণ হবে না। এই মাঠে ইন্ডিয়া-ভারত নাম নিয়ে তর্ক হবে না, জাত-পাত নিয়ে কথা হবে। লড়াইয়ের শর্ত হবে রুটি-রুজি। কাজ। আর তাই নকল যুদ্ধ ছাড়ো। আসল যুদ্ধ করো।'



  • Jan 07, 2024 14:52 IST
    যতদিন দেশে অপশাসন, অত্যাচার চলবে বামপন্থীরা লড়ে যাবে'

    'বামপন্থীদের লড়াই একটা গলির জন্য নয়। একটা বিধায়ক, একটা সাংসদ পদের জন্য লড়াই করে না। যতদিন এদেশের মাটিতে অপশাসন লুট, অত্যাচার চলবে বামপন্থীরা লড়ে যাবে।' বললেন ডিওয়াইএফআই-য়ের রাজ্য সাধারণ সম্পাদকের।



  • Jan 07, 2024 14:51 IST
    মীনাক্ষীর হুঙ্কার

    'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি। কারোর বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে কারোর বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে। বামপন্থীরা রক্তবীজের জাত। বামপন্থীরা রক্তবীজের জাত, লড়ে যাবে-লড়ে যাবে।', যুব সমাবেশ থেকে হুঙ্কার মীনাক্ষীর।



  • Jan 07, 2024 14:43 IST
    মীনাক্ষীর হুঙ্কার

    'যে মাঠে খেলা হবে বলেছিল, সেই মাঠের দখল নিতে এসেছি। কারোর বাবার ক্ষমতা নেই মাঠের দখল আমাদের থেকে কেড়ে নেবে। বামপন্থীরা রক্তবীজের জাত। বামপন্থীরা রক্তবীজের জাত, লড়ে যাবে-লড়ে যাবে।', যুব সমাবেশ থেকে হুঙ্কার মীনাক্ষীর।



  • Jan 07, 2024 14:25 IST
    চণ্ডীপাঠে দেশকে ঢেকে রাখতে নয় বামেরা চায়, মানুষ যা চায়'

    ব্রিগেডের মঞ্চে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, 'ওরা চায় হয় গীতাপাঠ বা চণ্ডীপাঠে দেশকে ঢেকে রাখতে। বামেরা চায়, মানুষ যা চায়। জীবন, জীবিকার ভবিষ্যত নিয়ে বলতে।'



  • Jan 07, 2024 14:23 IST
    চণ্ডীপাঠে দেশকে ঢেকে রাখতে নয় বামেরা চায়, মানুষ যা চায়'

    ব্রিগেডের মঞ্চে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, 'ওরা চায় হয় গীতাপাঠ বা চণ্ডীপাঠে দেশকে ঢেকে রাখতে। বামেরা চায়, মানুষ যা চায়। জীবন, জীবিকার ভবিষ্যত নিয়ে বলতে।'



  • Jan 07, 2024 14:16 IST
    চণ্ডীপাঠে দেশকে ঢেকে রাখতে নয় বামেরা চায়, মানুষ যা চায়'

    ব্রিগেডের মঞ্চে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেছেন, 'ওরা চায় হয় গীতাপাঠ বা চণ্ডীপাঠে দেশকে ঢেকে রাখতে। বামেরা চায়, মানুষ যা চায়। জীবন, জীবিকার ভবিষ্যত নিয়ে বলতে।'



  • Jan 07, 2024 13:35 IST
    রাজ্যের মানুষ ইনসাফ চায়: ফিরদৌস শামিম

    "লক্ষ লক্ষ বেকারের হাতে কাজ নেই। রাজ্যের সব মানুষ ইনসাফ চায়। হকের চাকরি মিলছে না। এবারের ব্রিগেডে ছাত্র-যুবদের জোয়ার।"



  • Jan 07, 2024 13:28 IST
    ভরদুপুরেও ব্রিগেডের পথে জনজোয়ার

    শহর কলকাতার রং আজ লাল। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বেলা দেড়টা নাগাদও ব্রিগেডের পথে বাম কর্মী-সমর্থকেরা। ততক্ষণে ব্রিগেডের সভা শুরু হয়ে গিয়েছে।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Jan 07, 2024 12:45 IST
    বড় ব্রিগেড, ভালো ব্রিগেড হবে', বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের

    ১৫ বছর পর আজ ব্রিগেডে সমাবেশ ডিওয়াইএফআইয়ের। ব্রিগেডের সভার সাফল্য কামনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 'বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা আমাদের অনুপ্রেরণা দেবে', মন্তব্য ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের।



  • Jan 07, 2024 12:37 IST
    যৌবনের ডাকে জনতার ব্রিগেড: সুজন

    "যৌবনের ডাকে জনতার ব্রিগেড। ইনসাফ চাই। দরজায়-দরজায় গেছে ওরা। আজও ব্রিগেডে যৌবনের ঢল নামবে। এটা যুবদের মিছিল। আমরা ওদের পাশে আছি। ইনসাফের দাবিতে ব্রিগেড। রাজ্যের সরকার অপরাধী, মানুষ বিচার চায়।"



  • Jan 07, 2024 12:18 IST
    এছবি আগেও দেখেছে ব্রিগেড

    এছবি আগেও দেখেছে ব্রিগেড। আজ ডিওয়াইএফআয়ের সমাবেশেও সেই একই ছবির পুনরাবৃত্তি। দূর-দূরান্ত থেকে ব্রিগেড ময়দানে আসা বাম-কর্মী সমর্থকদের জন্য চলছে রান্না।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Jan 07, 2024 12:13 IST
    সভা শুরুর আগে পেট-পুজো

    কোন সকালে বাড়ি থেকে বেড়িয়েছেন ব্রিডেগের উদ্দেশে। ব্রিগেডের মাঠে বাস পৌঁছোতেই আগে একটু খাওয়া-দাওয়া সেরে নিলেন নদিয়ার তেহট্ট থেকে আসা বাম-কর্মী সমর্থকেরা। মেনুও নিতান্ত সাদামাটা। ভাত-ডাল-সবজি ও কাঁচা পেঁয়াজেই আপাতত উদর-শান্ত রাখলেন তাঁরা।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Jan 07, 2024 12:06 IST
    সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ব্রিডেগের পথে

    আজ ব্রিগেডমুখী সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বাম কর্মী সমর্থকেরাও। নৌকায় চেপে বিভিন্ন ঘাটে তাঁরা এসে পৌঁছোন। সেখান থেকে গাড়িতে করে রওনা ব্রিগেডের সভার উদ্দেশে।

    ছবি: মীনা মণ্ডল।



  • Jan 07, 2024 10:56 IST
    ব্রিগেডের জোয়ারে সামিল গঙ্গাসাগরমুখী সাধু

    রবিবার সকাল থেকে শিয়ালদহ স্টেশনের বাইরে ভিড় জমতে থাকে। জেলাগুলি থেকেও বাম কর্মী-সমর্থকেরা ব্রিগেডের সভার উদ্দেশে রওনা দিতে শুরু করেন। শিয়ালদহ স্টেশনের বাইরে সেই সময়ে দেখা যায় এক সাধুকে। জনতার ভিড়ে তিনিও সামিল। দু'হাত তুলে আশীর্বাদের ভঙ্গিমায় ধরা দিলেন তিনি।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Jan 07, 2024 10:50 IST
    বামপন্থীরা তাঁদের লাইন থেকে সরে গেছে: শুভেন্দু

    "ওদের কোনও অস্তিত্ব নেই। বামপন্থীরা তাঁদের লাইন থেকে অনেক আগেই সরে গেছেন। মীনাক্ষী বলবেন চোর ধরো জেল ভরো, ওদিকে মীনাক্ষীর জ্যেঠা সীতারাম ইয়েচুরি পাটনা, বেঙ্গালুরুতে বসে একসঙ্গে বিরিয়ানি খাবেন। দিল্লিতে দোস্তি আর কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে। হাফ লড়ে লাভ নেই।"



  • Jan 07, 2024 10:47 IST
    দাবি ছিনিয়ে নিতে জান-কবুল লড়াই চলবে: মীনাক্ষী

    আজ ব্রিগেডের সভায় তিনিই মুখ। তাঁর কথায়, "দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই চলবে। লড়াইয়ের কোনও রেকর্ড হয় না। ম্যাচে দুটো দল আলাদা করে নামলে সেটা হয়। লড়াইয়ের কোনও প্যারামিটার হয় না। মানুষের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য জান-কবুল লড়াই চলবে।"



  • Jan 07, 2024 10:45 IST
    ব্রিগেডে গেলেও সিপিএমকে ভোট দেবে না: কুণাল

    ১৫ বছর পর আজ ব্রিগেডে সমাবেশ ডিওয়াইএফআইয়ের। সেই সভাকে তুমুল কটাক্ষ তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। "ডিওয়াইএফআইয়ের ডাকে কিছু লোক ব্রিগেডে যাবেন। কিন্তু তারা সিপিএমকে ভোট দেবেন না। সিপিএমের কাছে ব্রিগেড তো নতুন নয়। একুশ সালেও ওরা ব্রিগেড করেছেন। তারপর শূন্য পেয়েছেন।"



  • Jan 07, 2024 10:41 IST
    শূন্য থেকেই হবে শুরু'

    "শূন্য থেকেই শুরু করতে হবে আমাদের, জিরো থেকেই হিরো হতে হবে।" ব্রিগেডের পথে যাওয়া এক তরুণ বাম কর্মীর মুখে শোনা গেল এমন কথাই।



  • Jan 07, 2024 10:23 IST
    শিয়ালদহে ভিড় বাম কর্মী-সমর্থকদের

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Jan 07, 2024 10:21 IST
    শিয়ালদহে ভিড় বাম কর্মী-সমর্থকদের



  • Jan 07, 2024 10:09 IST
    জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী বাম সমর্থকেরা

    জঙ্গলমহলের জেলাগুলিতে থেকেও ব্রিডেগের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন প্রচুর বাম কর্মী সমর্থক। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে বাসে, পিকআপ ভ্যানে চড়ে ব্রিগেডমুখী বাম সমর্থকরা।



  • Jan 07, 2024 09:20 IST
    ব্রিগেডে বাড়ছে ভিড়

    সকাল থেকেই হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে ব্রিগেডের উদ্দেশে যাচ্ছে মিছিল। হাতে সংগঠনের পতাকা নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে স্লোগান তুলতে তুলতে হেঁটে চলেছেন যুবরা। জেলাগুলি থেকে ইতিমধ্যেই বহু বাম কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন শহরে।



  • Jan 07, 2024 09:18 IST
    ব্রিগেডে আসছেন মীনাক্ষীর বাবা-মাও

    ব্রিগেডে আজ বামেদের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। মেয়ের বক্তব্য সামনে থেকে শুনতে আজ ব্রিগেডের সভায় থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা মনোজ মুখোপাধ্যায় ও মা পারুল মুখোপাধ্যায়।



  • Jan 07, 2024 09:11 IST
    ব্রিগেডের মূল মঞ্চ দৈর্ঘ্যে ৩২ ফুট, চওড়ায় ২৪

    ব্রিগেডের নজরকাড়া সভামঞ্চের দৈর্ঘ্য ৩২ ফুটের মতো। চওড়ায় মঞ্চের মাপ ২৪ ফুট। মূল মঞ্চে ৪/৪ ফুটের রস্টামেই বক্তব্য রাখবেন বক্তারা। এছাড়াও ব্রিগেডের সভার মূল মঞ্চের ডান দিক ও বাঁদিক দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। সেখানে মৃত বাম কর্মীদের পরিবারের সদস্যরা ও অন্য নেতারা থাকবেন।



  • Jan 07, 2024 09:08 IST
    কলকাতার ৭ জায়গা থেকে মিছিল

    আজ শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের দিকে যাবে ৭টি মিছিল। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে ব্রিডেগের উদ্দেশে যাবে মিছিল।



  • Jan 07, 2024 08:57 IST
    ব্রিগেডের সভার সাফল্য কামনা বুদ্ধদেব ভট্টাচার্যের

    প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডিওয়াইএফআই নেতৃত্ব। সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্য নেতৃত্ব গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সভার সাফল্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও ব্রিগেডের সভার সাফল্য কামনা করেছেন।



West Bengal DYFI brigade CPIM kolkata news loksabha election 2024
Advertisment