Advertisment

CPIM Candidate List 2024: নওশাদ 'নরুন' দেখাতেই বাকি আসনে প্রার্থী ঘোষণা বামেদের, ব্যারাকপুরে ভরসা অভিনেতায়, ডায়মন্ডে কে?

Lok Sabha Polss 2024: এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, বামেরা মোট ৩০ আসনে লড়ছে। ১২ আসন বামেদের সমর্থন করছে কংগ্রেস। জয়নগর আর মথুরাপুর প্রার্থী ঘোষণা করতে বাকি রয়েছে আলিমুদ্দিনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Baranagar Assembly By Election 2024 CPIM candidate Tanmoy Bhattacharya , বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

Left Front Candidate List 2024: সায়ন্তিকা, সজলের বিরুদ্ধে সিপিআইএমের হয়ে কে লড়াই করবেন?

Left Front Cancdidate List For Barrackpore, Basirhat, Diamond Harbour, Ghatal, Barasat: শেষপর্যন্ত সমঝোতা হয়নি, বামেদের বিরুদ্ধে 'দাদাগিরি'র অভিযোগ তুলে বৃহস্পতিবারই আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করেছিল নওশাদ সিদ্দিকীর আইএসএফ। ঠিক তার পর দিনই (শুক্রবার) পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্টও। ঘোষিত আসনের মধ্যে রয়েছে- ব্যারাকপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, ঘাটাল, বারাসত। এরমধ্যে তিন কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দিয়েছে। ঘাটাল ও বারাসত লোকসভা কেন্দ্রটি ছাড়া হয়েছে শরিক দলের জন্য।

Advertisment

এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, বামেরা মোট ৩০ আসনে লড়ছে। ১২ আসন বামেদের সমর্থন করছে কংগ্রেস।
জয়নগর আর মথুরাপুর প্রার্থী ঘোষণা করতে বাকি রয়েছে আলিমুদ্দিনের।

কোন কেন্দ্রে প্রার্থী কে?

  • বসিরহাট: নিরাপদ সর্দার (সিপিআইএম)
  • ব্যারাকপুর: দেবদূত ঘোষ (সিপিআইএম)
  • ঘাটাল: তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)
  • বারাসত: রবীর ঘোষ (ফরওয়ার্ড ব্লক)
  • ডায়মন্ড হারবার: প্রতীক উর রহমান (সিপিআইএম)

বসিরহাট কেন্দ্রটি ছিল শরিক সিপিআইয়ের। তবে এবার ওই কেন্দ্রে প্রার্থী দিল আলিমুদ্দিন। বসিরহাটে লড়ছেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। এই নিরাপদই সন্দেশখালি কাণ্ডের পর শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলে জেলে খেটেছিলেন। এবার বসিরহাটে তৃণমূলের টিকিটে লড়ছেন হাজি নুরুল। পদ্ম শিবিরের প্রার্থী সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র।

এই দফার বামেদের প্রার্থী তালিকায় চমক বারাকপুর। এই কেন্দ্র থেকে হেভিওয়েট অর্জুন সিং, মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে বাম শিবিরের যোদ্ধা অভিনেতা দেবদূত ঘোষ। তিনি একুশ সালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করে পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুন- TMC VS BJP: ফাঁপড়ে মমতা? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী এমন করল পদ্ম বাহিনী?

ঘাটাল ও বারাসত কেন্দ্র দু'টি সিপিআইএম বামফ্রন্টের শরিক দল সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছেড়েছে। ঘাটালের প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়, বারাসতে লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ।

কাস্তে হাতুড়ি চিহ্নে ডায়মন্ড হারবারে এবার বামেদের বাজি যুব নেতা প্রতীক উর রহমান। প্রতীক উর এসএফআই-র প্রাক্তন রাজ্য সভাপতি। নওশাদ সিদ্দিকী না লড়লেও শেষপর্যন্ত এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ায় এবার প্রার্থী দিল বামেরাও। একুশের বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন প্রতীক উর রহমান। কিন্তু হারতে হয়েছিল তাঁকে।

left front CPIM Ghatal Basirhat Barrackpore Barasat Diamond Harbour 2024 General Election Left Candidate List loksabha election 2024
Advertisment