Advertisment

Left Front Candidate List 2024: বামেদের তালিকায় কোনও চমক? কোন কেন্দ্রে কে? একনজরে CPIM-এর প্রার্থী তালিকা

Lok Sabha Election 2024: গত ২রা মার্চ বিজেপির তরফে দেশজুড়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। এতে নাম ছিল বাংলার ২০টি আসনের প্রার্থীদের। ১০ মার্চ ব্রিগেডের 'জনগর্জন সভা'র মঞ্চ থেকে রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থীদের নাম জানিয়েছে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Baranagar Assembly By Election 2024 CPIM candidate Tanmoy Bhattacharya , বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

Left Front Candidate List 2024: সায়ন্তিকা, সজলের বিরুদ্ধে সিপিআইএমের হয়ে কে লড়াই করবেন?

Communist Party of India (Marxist) Candidate List 2024: আজ (১৪ মার্চ ২০২৪), বৃহস্পতিবার বামফ্রন্টের (Left Front) প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হল। বৃহস্পতিবার প্রথমে বামফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। তারপর হয় বামফ্রন্টের বৈঠক। এরপরই প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।।

Advertisment

'ইন্ডিয়া' জোটে রয়েছে সিপিআইএম (CPIM)। সেই জোটেরই অংশ কংগ্রেস। এ রাজ্যে গত দু'টি বিধায়নসভায় জোট করে ভোটে লড়াই করেছে বাম-কংগ্রেস। এবারও কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।

একনজরে ১৬ আসনে বামেদের প্রার্থী তালিকা-

  • কোচবিহার- নীতীশচন্দ্র বর্মন
  • জলপাইগুড়ি- দেবরাজ বর্মন
  • বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত
  • কৃষ্ণনগর- এস এম সাদি
  • দমদম- সুজন চক্রবর্তী
  • যাদবপুর- সৃজন ভট্টাচার্য
  • কলকাতা দক্ষিণ- সায়রা শাহ হালিম
  • হাওড়া- সব্যসাচী চক্রবর্তী
  • শ্রীরামপুর- দীস্পিতা ধর
  • হুগলী- মনোদীপ ঘোষ
  • তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায়
  • মেদিনীপুর- বিপ্লব ভট্টা
  • বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত
  • বিষ্ণুপুর- শীতল কৈবর্ত্য
  • বর্ধমান পূর্ব- নীরব খান
  • আসানসোল- জাহানারা খান

প্রথম দফার প্রার্থী তালিকায় বামেদের ১৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জনই সিপিআইএ-এর। একটি করে আসন ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি-কে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তালিকায় নতুন মুখ ১৪ জন। রয়েছেন ৩ জন মহিলা প্রার্থীও।

আরও পড়ুন- Amit Shah On CAA: ‘শরনার্থী-অনুপ্রবেশকারী ফারাক জানেন না’, সিএএ নিয়ে শাহী আক্রমণের মুখে মমতা

জোটের আশায় কি এ দিন প্রথম দফায় ১৬ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট? উত্তরে বিমান বসু বলেন, 'আশা যে ২দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। তখন আমরাও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। ততদিনে বাকিরাওনিশ্চয়ই তাঁদের মত জানিয়ে দেবেন।' এই বাকি বলতে কাদের বুঝিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান? মনে করা হচ্ছে কংগ্রেস, আইএসএফ-কে উদ্দেশ্য করেছেন তিনি।

এরপর কী অবস্থায় বাংলায় বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘আমার সঙ্গে আলোচনা হয়নি। স্থানীয়স্তরে আলাপ আলোচনা চলছে। তারই ভিত্তিতে কিছু আসনে সমঝতা হতে পারে। যেখানে যারা শক্তিশালী তারা প্রার্তী দেবে।’ তবে জোটের ভবিষ্যৎ অন্ধকার বলে মানছেন না অধীরবাবু। তাঁর কথায়, ‘প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশ করল মানেই জোট হচ্ছে না, এমনটা ভাবা ঠিক নয়।’

উল্লেখ্য, বৃহস্পতিবারই আইএসএফ-এর রাজ্য কমিটির বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, আইএসএফ বাংলার ৮টি আসনে লোকসভা ভোটে লড়াই করবে।

sujan chakraborty CPIM Mohammed Salim loksabha election 2024
Advertisment