Advertisment

CPIM 2nd Candidate List 2024: ২য় দফায় মাত্র ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, আসন-রফায় জট স্বীকার বিমানের

Lok Sabha Election 2024: বামফ্রন্টে বেনজির ঘটনা। আসন-রফা নিয়ে ডামাডোল মিটল না। শনিবার মাত্র তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

author-image
IE Bangla Web Desk
New Update
Baranagar Assembly By Election 2024 CPIM candidate Tanmoy Bhattacharya , বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

Left Front Candidate List 2024: সায়ন্তিকা, সজলের বিরুদ্ধে সিপিআইএমের হয়ে কে লড়াই করবেন?

Left Front 2nd Candidate List for West Benagl Lok Sabha Poll 2024: প্রথম দফায় ১৭ আসনের পর দ্বিতীয় দফায় বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যাম বিমান বসু। মাত্র চারটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয় শনিবার।

Advertisment

এদিন, মুর্শিদাবাদ, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর এবং রানাঘাট কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট চেয়ারম্যান।

একনজরে চার কেন্দ্রের বামেদের প্রার্থী কারা?

  • মুর্শিদাবাদ- মহঃ সেলিম
  • বর্ধমান-দুর্গাপুর- ডঃ সুকৃতি ঘোষাল
  • বোলপুর- শ্যামলী প্রধান
  • রানাঘাট- অলোকেশ ঘোষ

শনিবার যে চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এঁরা সকলেই সিপিআইএম প্রার্থী। সবমিলিয়ে এখনও বামেরা ২১ আসনে প্রার্থী দিল। প্রথম দফার তালিকায় মতুন মুখ, অপেক্ষাকৃত নবীনদের উপর ভরসা রেখেছিল সিপিআইএম। তবে, দ্বিতীয় পর্বের তালিকায় তরুণ মুখ নেই।

আরও পড়ুন- BJP’s 2nd possible candidates list for Bengal 2024: বাংলার কোন কেন্দ্রে কে? একনজরে বিজেপির সম্ভাব্য দ্বিতীয় প্রার্থী তালিকা

এরকম ধাপে ধাপে প্রার্থী ঘোষণা বামফ্রন্টে বীরল ঘটনা। তাহলে কী শরিকি চাপ, কংগ্রেস-আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় চাপে বামেরা? শনিবার প্রার্থী ঘোষণার সঙ্গেই সব পক্ষের সহমতে না হওয়ার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন বিমানবাবু। এ দিন বিমান বসু বলেছেন, 'সব কেন্দ্রের প্রার্থী নির্দিষ্ট করার ক্ষেত্রে এখনও কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারছি না। একটু সময় লাগবে।'

আলিমুদ্দিন সূত্রে খবর, বেশ কয়েকটি আসন নিয়ে বাম শরিকদের সঙ্গে সিপিআইএমের ও কংগ্রেসের জট রয়েছে। যেমন, উত্তর চব্বিশ পরগণার বসিরহাট আসটির দাবি জানিয়েছে কংগ্রেস৷ আবার ওই আসনে বরাবরই সিপিআই প্রার্থী দিয়েছে৷ কিন্তু, এবার বসিরহাটে প্রার্থী দিয়েছে সিপিআইএম। বসিরহাট লোকসভা আসনটি কংগ্রেসকে ছাড়া নিয়ে বামেদের মধ্যেও জটিলতা রয়েছে৷ সিপিআইএম চাইছে বসিরহাটের পরিবর্তে বনগাঁ কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়তে৷ পুরুলিয়া আসনে এবার কংগ্রেসের প্রার্থী নেপালদেব মাহাতো৷ এই আসনটিতে লড়াই করে ফরওয়ার্ড ব্লক। ফলে অসন্তোষ রয়েছে ফ্রন্ট শরিক দলের নেতৃত্বের। আইএসএফ-ও এমন বেশ কয়েকটি আসন দাবি করেছে যেগুলোতে ইতিমধ্যেই বাম বা কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে বা করতে পারে। তাই এইসব জটিলতা মিটিয়েই বাকি কয়েকটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চাইছে বামফ্রন্ট।

আইএসএফ-এর সঙ্গে এখনও জোট হয়নি বলে এ দিন সাফ বলে দিয়েছেন বিমান বসু। তাঁর দাবি, 'আইএসএফের সঙ্গে এখনও পর্যন্ত আমাদের কোনও বোঝাপড়া হয়নি। ওরা আন্তরিক থাকলে আলোচনা হবে। আলোচনা হলে আমরা সংবাদ মাধ্যমকে সব জানাব।'

2024 General Election left front CPIM loksabha election 2024
Advertisment