Advertisment

লাল ঝান্ডা নামিয়ে ঘাসফুলের পতাকা হাতে, 'আদর্শের জলাঞ্জলি' দিয়ে তৃণমূলে যোগ দুই সিপিএম নেতার

লাল ঝান্ডা কাঁধে নিয়ে মিছিল করে এসে তৃণমূলের মঞ্চে উঠলেন সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য। তারপর তাঁরা ওই মঞ্চেই লাল ঝাণ্ডা নামিয়ে রেখে দিয়ে তুলে নিলেন ঘাসফুল প্রতীক সম্বলিত তৃণমূল কংগ্রেসের ঝান্ডা। রবিবার সন্ধ্যায় আদর্শের জলাঞ্জলি দেওয়ার এমন এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অনেকে কটাক্ষ করে বললেন, “আদর্শ এখন ’খোলাম কুচি’। স্বার্থের জন্য নীতি বিসর্জন দেওয়াটাই হয়ে গিয়েছে এখনকার রাজনীতিকদের ’ট্রাডিশন’।“

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
TMC Joining

সিপিএম সদস্য মাসকুরা খাতুন ও শেখ আজাহারউদ্দিন ’বাম আদর্শের’ বিসর্জন দিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদানের সিদ্ধান্ত নিয়ে বসেন।

CPIM Leader Joins TMC: এ যেন আদর্শের জলাঞ্জলি দেওয়ার এক অভিনব কর্মকাণ্ড। লাল ঝান্ডা কাঁধে নিয়ে মিছিল করে এসে তৃণমূলের মঞ্চে উঠলেন সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য। তারপর তাঁরা ওই মঞ্চেই লাল ঝাণ্ডা নামিয়ে রেখে দিয়ে তুলে নিলেন ঘাসফুল প্রতীক সম্বলিত তৃণমূল কংগ্রেসের ঝান্ডা। রবিবার সন্ধ্যায় আদর্শের জলাঞ্জলি দেওয়ার এমন এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অনেকে কটাক্ষ করে বললেন, “আদর্শ এখন ’খোলাম কুচি’। স্বার্থের জন্য নীতি বিসর্জন দেওয়াটাই হয়ে গিয়েছে এখনকার রাজনীতিকদের ’ট্রাডিশন’।“

Advertisment

তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ হিসাবেই পরিচিত আউশগ্রাম। তিহার জেলে যাওয়ার আগে পর্যন্ত এই আউশগ্রামের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন অনুব্রত মণ্ডল। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আউশগ্রামে অমরপুর গ্রাম পঞ্চায়েতে ঘাসফুল ফোটে ঠিকই, তবে সিপিএম ও বিজেপিও খাতা খোলে। অমরপুর পঞ্চায়েতের মোট ১৯ জন সদস্য। তার মধ্যে ১৩ জনই তৃণমূলের। বাকিদের মধ্যে সিপিএমের ৫ জন এবং বিজেপির ১ জন সদস্য। এইভাবেই চলছিল অমরপুর গ্রাম পঞ্চায়েত।

কিন্তু লোকসভা ভোটে আউশগ্রাম-সহ গোটা বোলপুর লোকসভা আসনে তৃণমূলের পক্ষে জোয়ার বয়ে যায়। তার রেশ যেন অমরপুর পঞ্চায়েতও আছড়ে পড়ে। তারই ফলশ্রুতি স্বরুপ অমরপর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের দু’জন সিপিএম সদস্য মাসকুরা খাতুন ও শেখ আজাহারউদ্দিন ’বাম আদর্শের’ বিসর্জন দিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদানের সিদ্ধান্ত নিয়ে বসেন। সেই মতোই রবিবার সন্ধ্যায় তাঁরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেসের মঞ্চে অধিষ্ঠিত হন। পরে সেই মঞ্চেই লাল ঝান্ডা নামিয়ে তাঁরা দু’জনেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। তাঁদের তৃণমূলে বরণ করে নেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশগ্রাম-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল লালন ও পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই।

আরও পড়ুন UP ATS Arrested BJP Leader : জঙ্গি যোগের গুরুতর অভিযোগ! যোগী পুলিশের জালে বাংলার বিজেপি নেতা

দলত্যাগী পঞ্চায়েত সদস্যদের মধ্যে শেখ আজহারউদ্দিন বলেন, “আবদুল লালনের কাজে অনুপ্রাণিত হয়েই আমরা কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কোন হুমকি বা ভয়ে নয়,স্বেচ্ছায় আমরা তৃণমূলী হয়েছি“। আর আবদুল লালন বলেন,“আউশগ্রামে আরও শক্তিশালী হল তৃণমূল । “ যদিও সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, “এটা ভোট পরবর্তী হিংসার একটা নমুনা। লোকসভা ভোটের পর গোটা পূর্ব বর্ধমান জেলাতেই ভয় দেখিয়ে এসব হচ্ছে“।

tmc CPIM Purba Bardhaman
Advertisment