Advertisment

তৃণমূলের বিজয়রথ থমকে এল এখানেই! ধুঁয়াধার ছকে বাম-ফলায় কাত জোড়াফুল!

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই কঠিন লড়াই দেওয়ার পণ করেছিল বামেরা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
cpim win in purba bardhaman raina polashan panchayat election

জয়ের পর সিপিএম কর্মী-সমর্থকদের উল্লাস।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই কঠিন লড়াই দেওয়ার পণ করেছিল বামেরা। আর তাতেই পূর্ব বর্ধমানের রায়নার পলাশন গ্রাম পঞ্চায়েতে বাজিমাত করে ফেললো সিপিএম। পলাশন গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১০টি অসনেই জয়ী হয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে বামেরা। মাত্র ৮টি আসনে জয় পেয়ে তৃণমূলকে ক্ষান্ত থাকতে হয়েছে। এই জয়কে হাতিয়ার করে এদিনই আগামী লোকসভা ভোটে আরও কঠিন লড়াই দেওয়ার সংকল্প নিয়ে নিয়েছেন রায়নার বাম নেতৃত্ব ।

Advertisment

বাম আমলে সিপিএমের দূর্গ হিসেবেই পরিচিত ছিল রায়না। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা নিয়ে নিত্য দিন খবরের শিরোনামে থাকতো রায়না। ২০১১ সালে রাজ্য রাজনীতিতে পালা বদলের পর থেকে ধীরে ধীরে এই রায়নায় ঘাস ফুলের বাড়বাড়ন্ত ঘটতে শুরু করে । রায়না ১ ব্লকের সব গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সিপিএমের হাতছাড়া হয় । তবে ঘুরে দাঁড়ানোর লড়াই ছাড়েননি সিপিএমের নেতা ও কর্মীরা। সুকৌশলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে সিপিএম নেতৃত্বও গুটি সাজিয়ে যায়। পরিকল্পনা মতোই পঞ্চায়েত ভোট ঘোষণার পরেই রায়নার একাধিক পঞ্চায়েত তৃণমূল কাছ থেকে ছিনিয়ো নেওয়ার জন্য কঠিন পণ করে বসে সিপিএম। আর তাতেই সিপিএম সফলতা পেল।

আরও পড়ুন- টানটান লড়াইয়ে দমফাটা উত্তেজনা! টসেই ঘুরল ভাগ্যের চাকা! শেষ হাসি কার?

রায়নার বাসিন্দা সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মির্জা আখতার আলি এপ্রসঙ্গে বলেন, 'চুরি ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়াতে বাম প্রার্থীদের জয়ী করার জন্য আমরা রায়নাবাসীর কাছে আবেদন রেখেছিলাম। রায়নার মানুষ তাতে সাড়া দিয়েছেন। আমরা পলাশন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের মত সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছি। আরও একাধিক পঞ্চায়েতে আমরা বোর্ড গঠনের মত সংখ্যা গরিষ্ঠতা পেতে পারতাম। নানা অজুহাত দেখিয়ে আমাদের প্রার্থীদের পক্ষে ভোট পড়া ব্যালট বাতিল করা হয়েছে। ৫ থেকে ১০ ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থীরা হেরে গিয়েছেন এমন বুথের সংখ্যাটাও কম নয়।'

আরও পড়ুন- মারকাটারি সাফল্য তৃণমূলের! তাও কোন আক্ষেপ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মদনকে?

গণনা কেন্দ্রে পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভাবে কাজ করেনি বলেও আখতার আলি অভিযোগ করেন। এরই পাশাপাশি তিনি এও জানান, পঞ্চায়েত ভোটের রায়কে হাতিয়ার করে লোকসভা ভোটে আরও জোরদার লড়াইয়ের সংকল্প তাঁরা নিয়েছেন। তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'গোটা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েতেই তৃণমূলের জয়জয়কার। রায়নার একটা গ্রাম পঞ্চায়েত পেয়ে সিপিএমের এত উৎফুল্ল হওয়ার কিছু নেই । তবে পলিশন গ্রাম পঞ্চায়েতে তৃণমুলের হারের কারণ নিয়ে দলীয় স্তরে পর্যালোচনা হবে।'

আরও পড়ুন- সিপিএমের হয়ে জিতেই এই মহিলা যা কাণ্ড বাঁধালেন, দেখে বায়রনও লজ্জা পাবেন!

tmc CPIM West Bengal Purba Bardhaman panchayat election 2023
Advertisment