Advertisment

Md Selim-Nawsad Siddique: সেলিমে চটে লাল নওশাদ? জোট ভেস্তে যাওয়ায় কী বললেন ISF বিধায়ক?

Lok Sabha Polls 2024: সম্প্রতি ভাঙড়ে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই সভায় জোট ভেস্তে যাওয়া নিয়ে ISF-কেই দায়ী করেছিলেন সেলিম। সেলিমের দাবি, তাঁরা জোটের প্রশ্নে নমনীয় মনোভাব দেখালেও আইএসএফ বিধায়কের তরফে সমঝোতা চেয়ে বার্তা আসেনি। সেই কারণেই জোট ভেস্তে গিয়েছে বলে মনে করেন সিপিএম রাজ্য সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
CPMs Selim blamed ISF Nawsad Siddique for the collapse of the alliance

Md Selim-Nawsad Siddique: মহম্মদ সেলিম ও নওশাদ সিদ্দিকী।

Lok Sabha Election 2024: লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) ISF-এর সঙ্গে বামেদের জোট সম্ভাবনা বেশ অনেকদূর এগিয়েছিল। সমঝোতা করেই এগোতে চেয়েছিল দুই দল। আলিমুদ্দিনে একের পক বৈঠকে যেতে দেখা গিয়েছিল ISF নেতৃত্বকেও। তবে শেষমেশ রফা সূত্র বেরোয়নি। সমঝোতা হয়নি। সম্প্রতি ভাঙড়ে নির্বাচনী প্রচারে গিয়ে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) জোট না হওা ISF-কেই দায়ী করেছেন। এবার সেলিমের মন্তব্যের পাল্টা মুখ খুললেন নওশাদ সিদ্দিকীও (Nawsad Siddique)।

Advertisment

কী বলেছেন নওশাদ?

"জোট চেয়ে শেষমেশ আমরা ৭টি আসনে রফা করতে রাজি হয়েছিলাম। ওরাই চায়নি যে আইএসএফ-এর মতো নতুন একটি দল পার্মামেন্টে যাক। জোটের স্বার্থে আমরা আলিমুদ্দিনে গিয়ে বারবার মিটিং করে এসেছি। কিন্তু আলিমুদ্দিনের কর্তারা কোনও দিন আমাদের কার্যালয়ে আসেননি।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024: বীরভূমের বদলা! দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন খারিজের আবেদন বিজেপির

উল্লেখ্য, সম্প্রতি ভাঙড়ে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharya) হয়ে প্রচারে গিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই সভায় জোট ভেস্তে যাওয়া নিয়ে ISF-কেই দায়ী করেছিলেন সেলিম।

সেলিমের দাবি, তাঁরা জোটের প্রশ্নে নমনীয় মনোভাব দেখালেও আইএসএফ বিধায়কের তরফে সমঝোতা চেয়ে বার্তা আসেনি। সেই কারণেই জোট ভেস্তে গিয়েছে বলে মনে করেন সিপিএম রাজ্য সম্পাদক। যদিও নওশাদের দাবি ঠিক তার উল্টো। জোট ভেস্তে যাওয়ায়য় বামেদেরই দুষছেন তিনি।

Md Selim nawsad siddique loksabha election 2024
Advertisment