Modi on RG Kar doctors rape and murder case: মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য! আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন মোদী।
শহরের বুকে শতাব্দী প্রাচীন খোদ সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। রাস্তায় নেমে নারী-পুরুষ নির্বিশেষে ঘটনার নিন্দায় সরব হয়েছেন। এবার খোদ প্রধানমন্ত্রী মোদী মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
মহারাষ্ট্রের 'লাখখপতি দিদি অনুষ্ঠান মঞ্চ থেকে মহিলাদের বিরুদ্ধে একের পর এক সংগঠিত অপরাধের ঘটনা নিয়ে গর্জে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও প্রতিটি রাজ্য সরকারকে বলব যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য। অপরাধী যেই হোক না কেন, তাদের রেয়াত করা উচিত নয়,"। তিনি আরও বলেন, "নারীদের বিরুদ্ধে যারা অপরাধ করছে, সেই সব অপরাধকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে আমরা আইনকে আরও শক্তিশালী করেছি।"
< RG Kar Incident: ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! সামনে আসবে গোপন তথ্য? রহস্যভেদে মরিয়া CBI >
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারকে। উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিও।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, তাঁর সরকার স্বাধীনতার পর থেকে আগের সমস্ত সরকারের চেয়ে গত ১০ বছরে মহিলাদের জন্য বেশি কাজ করেছে। পরিসংখ্যান সামনে এনে মোদী বলেন, "২০১৪ সাল পর্যন্ত, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ২৫হাজার কোটিরও কম ঋণ দেওয়া হয়েছিল, কিন্তু গত ১০ বছরে, আমরা ৯ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছি,"।