/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/arrested.jpeg)
প্রতীকী ছবি।
Firearms seized: গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানে হাতেনাতে গ্রেফতার হয় আগ্নেয়াস্ত্র-সহ কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধমূলক কোনও কাজের উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল ওই দাগী দুষ্কৃতী। সূত্রের খবরে হঠাৎ হানাতে তার সেই মতলব ভেস্তে দেওয়া গিয়েছে। তার আগেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল রাতে গোপন সূত্রে একটি খবর যায় এয়ারপোর্ট থানায়। এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে গঙ্গানগর এলাকায় ঘোরাফেরা করছে বলে সূত্র মারফত খবর পায় পুলিশ। এই খবর পাওয়ার পরেই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করতে প্ল্যান সাজিয়ে ফেলেন এয়ারপোর্ট থানার পুলিশ অফিসাররা। দ্রুত গঙ্গনগরে হানা দেয় পুলিশের বাহিনী।
গঙ্গানগর থেকে গতকাল রাতে সুদীপ্ত দে ওরফে কানাই নামে ওই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ। ধৃত দুষ্কৃতী উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের নামে একাধিক থানায় অপরাধের বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ ধৃতের কাছ থেকে একটি ওয়ান শর্টার আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। ধৃত দুষ্কৃতীকে দফায় দফায় জেরা তদন্তকারী পুলিশ অফিসারদের।
আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! রুপোলি শষ্যের দাম এবার কোথায় নামতে পারে জানেন?