ভোররাতে বিকট আওয়াজে ঘুম ভাঙল গ্রামের, ফাঁকা মাঠে রক্তারক্তি কাণ্ডে হুলস্থূল!

পঞ্চায়েত ভোটের আগে বাংলায় রক্তের হোলি!

পঞ্চায়েত ভোটের আগে বাংলায় রক্তের হোলি!

author-image
IE Bangla Web Desk
New Update
blast in illegal fireworks factory at duttapukur update

প্রতীকী ছবি।

ফের বোমা ফেটে মৃত্যু দুষ্কৃতীর। বোমা বাঁধতে গিয়েই বিপত্তি। বিকট শব্দে ফেটে যায় বোমা। ফাঁকা মাঠে বসে বোমা বাঁধছিল দুই দুষ্কৃতী। আচমকা বোমাটি ফেটে গেলে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন অন্যজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়াতেই বোমা বাঁধা হচ্ছিল বলে সন্দেহ স্থানীয়দের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় মৃত্যু মিছিল। এই নিয়ে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে ১৪ জনের মৃত্যু হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুর এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। বোমা বাঁধতে গিয়ে তা কোনওভাবে ফেটে যায়।

আরও পড়ুন- তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণে বর্ষার বিরাট কামব্যাক কবে?

বিস্ফোরণে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। অন্যজন জখম হয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় যায় পুলিশ। কে কা বা কারা ওই দুষ্কৃতীদের বোমা বাঁধার বরাত দিয়েছিল সেব্যাপারে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

Advertisment

এর আগে গত ২৪ জুন মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। তারও আগে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গুরুতর জখম হয়েছিলেন এক যুবক। পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে রাজ্যে রাজনৈতিক হিংসা, খুনোখুনির ঘটনা ততই বাড়ছে। কিছুতেই এড়ানো যাচ্ছে না রক্তস্নান। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ভোট-সন্ত্রাসের বলি ১৪ জন।

panchayat election 2023 West Bengal bomb blast