Advertisment

পুজোয় দিঘা? আগে সাবধান হন! কাছের সি-বিচে ঘুরছে প্রকাণ্ড কুমির

পুজোয় প্রচণ্ড ভিড় হবে সৈকত নগরিতে। সতর্ক না হলেই বড় বিপদ।

author-image
IE Bangla Web Desk
New Update
crocodile has been spotted on sea beach of talsari near digha , দিঘা সংলগ্ন তালসারীর সমুদ্র সৈকতে কুমীর দেখা গিয়েছে

উদ্ধার হওয়া এই সেই কুমির।

বর্ধমানের আতঙ্ক এবার কলকাতা লাগোয়া দিঘা সংলগ্ন তালসারীতে। তালসারীর সমুদ্র সৈকতে এবার দেখা মিলল প্রকাণ্ড কুমির। দীঘা ঘুরতে গিয়ে বহু পর্যটক পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার তালসারীতে ঘুরতে যান। পুজোয় প্রচণ্ড ভিড় হবে সৈকত নগরিতে। ফলে তালসারীতে যেতে ইচ্ছুক পর্যটকরা সাবধান। আনন্দ সফরে গিয়ে না বিপদে পড়তে হয়।

Advertisment

সম্প্রতি তালসারী সমুদ্র সৈকতে দেখা যায় দৈত্যাকার কুমির। মৎস্যজীবীদের নজরে পড়ে কুমিরটি। পরে মৎস্যজীবীদের চেষ্টাতেই তা আটক করা হয়। উদ্ধার হওয়া কুমির ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তালসারী সমুদ্র সৈকতে। বহু উৎসাহী পর্যটকরাও তা দেখতে ভিড় জমান। পরে সেটিকে ফের সমুদ্রে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

কুমির আতঙ্কে ভুগছে এ রাজ্যের শস্য জেলা বর্ধমান। দিন ১৫ ব্যবধানে এই জেলার কাটোয়া ও কালনায় কুমির দেখা যায়। গত মাসের শেষে কাটোয়ার অগ্রদ্বীপের কালিকাপুরে ভাগীরথী নদী পারাপারের ফেরিঘাটের পাড়ে দেখা মিলেছিল প্রকাণ্ড একটি কুমির। গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে ৭-৮ ঘন্টার চেষ্টায় প্রায় ১২ ফুট লম্বা ওই কুমিরটিকে বাগে আনতে সক্ষম হয়েছিল বনদফতরের কর্মীরা।

এরপর গত ৯ অক্টোবর কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় বসতবাড়ির উঠানে মাঝ রাতে কুমির দেখা যায়। খবর পেয়ে কালনা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। এলাকার বাসিন্দাদের সহযোগিতা নিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় তারা কুমিরটিকে জালে ধরতে সক্ষম হয়। তার পর স্বস্তি ফেরে বাসিন্দাদের। এখন কুমির আতঙ্ক সবসময় তাড়া করে বেড়াচ্ছে ভাগীরথী পাড়ের বাসিন্দাদের। নিরাপদে সাধারণ মানুষ যাতে মহালয়ার দিন ভাগীরথীতে তর্পণ সারতে পারেন তার জন্য ঘাট গুলিতে বনদফতরের কর্মীরা নজরদারি চালাবেন বলে বন-আধিকারিক আশ্বস্ত করেছেন।

odisha Digha Crocodile
Advertisment