Malda-Manikchak: মঙ্গলবার সকালে মালদহে (Malda) মানিকচকে র গঙ্গা (Ganga) নদীর পাড়ে তুমুল হইচই পড়ে যায়। এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের নদীতে নামতে নিষধ করা হয় পুলিশের তরফে। এলাকাবাসীদের আরও বেশি সতর্ক করতে চলে মাইকিং।
এদিন সকালে মানিকচকে (Manikchak) গঙ্গার ঘাটে আচমকা একটি কুমিরের (Crocodile) দেখা মেলে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গঙ্গার ঘাটে কুমির দেখতে ভিড় জমান বাসিন্দারা। তবে এই ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিশ। এলাকাবাসীদের নদীতে নামতে নিষেধ করা হয় পুলিশের তরফে। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করতে পুলিশের তরফে মাইকিং শুরু হয়।
আরও পড়ুন- Sayani Ghosh: রোদে পুড়লেও ছাতা নেবেন না সায়নী, মাথায় ঘোমটাতেই কাজ চালাবেন! কেন জানেন?
তবে বনদফতর জানিয়েছে, এই নদীতে কুমিরের থাকা অস্বাভাবিক কোনও বিষয় নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি একটি অল্পবয়সী কুমির। খাবারের সন্ধানে মানিকচকের গঙ্গার ঘাটে সে চলে আসে। মানিকচক থানা এবং বনদফতরের আধিকারিক ও কর্মীরা নদী ঘাটে মাঝি এবং নদীতে স্নান করতে যাওয়া মানুষদের সতর্ক করেছেন। এরই পাশাপাশি নৌকায় চেপে গঙ্গা নদীতে টহলদারি চালান বনকর্মীরা।
আরও পড়ুন- SBI New Charges: SBI-এর কার্ড ব্যবহার করেন? চার্জ বেড়ে কোথায় পৌঁছেছে ‘হুঁশ’ আছে?
নদীতে কুমির দেখলেই স্থানীয়রা যাতে বনদফতর কিংবা পুলিশে খবর দেন সেব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত নদীতে আর কুমিরটিকে দেখা যায়নি। বনকর্মীদের অনুমান, কুমিরটি সম্ভবত বিহারের (Bihar) দিক থেকে মানিকচকের দিকে ঢুকে পড়েছে।