পুজোর মুখে বেনজির পরিস্থিতি! রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এবার সপ্তমে চড়ল। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত সেই ঘোষণা কার্যকর হওয়াটা বিশ বাঁও জলে! পুজোর মরশুমে বিধানসভায় একদিনের অধিবেশন ডেকেও রাজ্যপালের পদক্ষেপে মুখ পুড়ল রাজ্যের, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
এবার কী করলেন রাজ্যপাল? যা নিয়ে এত হইচই!
রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন সংশোধনী বিলে সই করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, পদ্ধতি মেনেই কয়েকদিন আগেই মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির সংশোধনী বিল যায় রাজ্যপালের কাছে। তবে সেই বিলে সিভি আনন্দ বোস সই না করায় জটিলতা তৈরি হল। জানা গিয়েছে, গতকাল রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গিয়েছিলেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর আজ সকাল পর্যন্ত রাজ্য সরকার অপেক্ষা করলেও মন্ত্রী-বিধায়কদের বেতন-বৃদ্ধির বিলে রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করেননি।
নিয়ম অনুযায়ী আর্থিক বিলে আগেই রাজ্যপালের অনুমোদন লাগে। কিন্তু এক্ষেত্রে বিপত্তি তৈরি হওয়ায় সোমবার বিধানসভায় বিএ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়, বিলটি পেশ করা হবে, তবে সেই বিল নিয়ে ভোটাভুটি বা আলোচনার পথে এগোন হবে না। সেই মতো আর্থিক বিলটি পেশ করে রাজ্য। তবে সেই বিল পেশের পরেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে বেরিয়ে এসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন- রাজবাড়ির এই পুজোর পরতে পরতে ইতিহাস! আচমকাই বন্ধ হয়ে যায় মূর্তি পুজো
এদিন বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতন সংশোধনী বিল পেশ হলেও কোনও আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধির ঘোষণা করলেও এখনই তা কার্যকর হওয়াটা বিশ বাঁও জলে! রাজ্যপালের আগাম অনুমতি না মেলায় বেতনভাতা বৃদ্ধির এই বিল থমকে গেল।