Advertisment

রাজভবনের সামনে তৃণমূলের লাগাতার ধর্না, শেষমেশ কোন পদক্ষেপ রাজ্যপালের?

রাজভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ জারি তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc abhisek banerjee kolkata cv ananda bose raj bhavan dharna update

রাজভবনের সামনে লাগতার ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূল।

রাজভবনের সামনে তৃণমূলের ধর্না নিয়ে মুখ্যসচিকে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ জারি তৃণমূলের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এই ধর্না কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলছে এই কর্মসূচি। এবার রাজ্যের শাসকদলের এই ধর্না কর্মসূচি ঘিরে আরও বাড়ল সংঘাত। একগুচ্ছ প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল।

Advertisment

মুখ্যসচিবকে চিঠিতে কী লিখেছেন রাজ্যপাল?

রাজভবন চত্বরের ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। এই অবস্থায় কীভাবে ওই ধর্নার অনুমতি দেওয়া হল সেটাই জাতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন মঞ্চ গড়ার আগেই তৃণমূলকে বাধা দেওয়া হল না সেটাও জানতে চাওয়া হয়েছে। মুখ্যসচিবকে চিঠি দিয়ে এই সব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সুর আরও চড়া করতে মরিয়া তৃণমূল। রাজভবনের উত্তর গেটের সামনে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রাজভবনের সামনে তৃণমূলের এই অবস্থান আন্দোলন রবিবার চতুর্থ দিনে পড়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ১ লক্ষ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। ওই টাকা না পেয়ে দিনের পর দিন ধরে বঞ্চিত হয়ে চলেছেন বাংলার গরিব মানুষজন। এই অভিযোগেই অনড় আন্দোলনে তৃণমূল।

রাজ্যপাল সিভি আনন্দ বেসারে সঙ্গে এব্যাপারে দেখা করে কথা বলতে চান তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই দার্জিলিঙের রাজভবনে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রাজ্যপাল কলকাতায় তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত চলবে এই ধর্না কর্মসূচি।

আরও পড়ুন- পুরসভায় চাকরি দুর্নীতি: ফিরহাদ-মদনদের বাড়িতে CBI, প্রতিক্রিয়ায় একরোখা তৃণমূল!

এদিকে, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবারই ফিরহাদ হাকিম, মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। এছাড়াও আরও দুই জেলার মোট বারো জায়গায় পুর নিয়োগ দুর্নীতি অভিযোগের তদন্তে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসও দ্রুত কলকাতায় ফিরছেন বলে সূত্রের খূবর। তবে তার আগেই রাজ্যপালের তরফে রাজভবনের বাইরে তৃণমূলের ধর্না কর্মসূচি নিয়ে চিঠি গেল মুখ্যসচিবের কাছে।

আরও পড়ুন- ফিরহাদ-মদনের বাড়ির পাশাপাশি একযোগে রাজ্যের ১২ জায়গায় CBI হানা

tmc abhishek banerjee West Bengal cv ananda bose
Advertisment