এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিাশানায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে নিয়ে সরাসরি রাজ্য সরকারকে চিঠি রাজ্যপালের। কলকাতায় ডেঙ্গির বাড়বাড়ন্তে ক্ষুব্ধ রাজ্যপাল। এব্যাপারে মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা সিভি আনন্দ বোসের। রাজ্যকে দেওয়া কড়া চিঠিতে রাজ্যপাল যা লিখেছেন তা ঘিরে চর্চা জোরালো।
ফিরহাদ হাকিমকে নিয়ে রাজ্য সরকারকে চিঠিতে কী লিখেছেন রাজ্যপাল?
রাজ্যকে লেখা চিঠিতে রাজ্যপাল লিখেছেন, "মন্ত্রী ও মেয়র দুই পদে থেকে ফিরহাদ হাকিম কি আর্থিকভাবে লাভবান হচ্ছেন? ডেঙ্গিতে মৃতের পরিবার পুরসভায় ফোন করে মেয়রের খোঁজ পাননি। পুরসভায় ফোন করা হলে বলা হচ্ছে মেয়র নবান্নে আছেন। নবান্নে খোঁজ নিলে জানা যাচ্ছে উনি কলকাতা পুরসভায় আছেন। রাজভবনের পিস রুমে এব্যাপারে অনেক অভিযোগ এসেছে।"
উল্লেখ্য, পুজোর মুখে রাজ্যে দাপট বাড়াচ্ছে ডেঙ্গি। শহর থেকে জেলা, সর্বত্র বাড়ছে মশাবাহিত এই রোগের প্রভাব। হাসপাতালগুলিতে ফি দিন বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। আক্রান্ত হওয়ার পাশাপাশি ডেঙ্গি প্রাণ কাড়ছে মানুষের। গোটা রাজ্যের হিসেব ধরলে প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন- বাঙালি শিল্পপতির এযেন বিশ্বজয়! টেক্কা চিনকেও! রাজ্যে তৈরি যানের ঢালাও রফতানি বিদেশে
কলকাতা শহরেও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারও নানা উপায়ে ডেঙ্গি রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করছে। তবে এই আবহে মন্ত্রী তথা কলকাতার মেয়রকে দুষে রাজ্যপালের এই চিঠি ঘিরে চর্চা বাড়ছে।
আরও পড়ুন- পর্যটকদের হল কী! পরপর ৩ দিনের ছুটিতেও সমুদ্রনগরী দিঘা কেন খাঁ খাঁ?