মদন মিত্রের নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে লাগামহীন সন্ত্রাস ইস্যুতে রাজ্যপালকে নিশানা কামারহাটির তৃণমূল বিধায়কের। নির্বাচনের পরেও থামেনি সন্ত্রাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও চলছে রাজনৈতিক হানাহানি। তবে তৃণমূল কর্মীদের উপর হামলার বিষয়টিতে রাজ্যপালকেই নিশানা মদন মিত্রের। 'তৃণমূলকর্মীদের খুন করতে উসকানি রাজ্যপালের', একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
রাজ্যপালকে নিশানা করে এবিপি আনন্দে মদন মিত্র বলেছেন, 'তৃণমূলকর্মীদের খুন করতে উসকানি দিচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালের কাছে বিজেপি নিজের ছেলে, তৃণমূল সৎ ছেলে। পঞ্চায়েতে বিপুল ভোটে জিতেও খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নিজেদের লোককে মারছে না। তৃণমূলকর্মীদের মারতে রাজ্যপালের উসকানি। রাজ্যপাল মণিপুরে না যেতে পারেন, মগরাহাটে যান।'
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশ: বেনিয়মের চাকরি গেল হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যার
এদিকে, রাজ্যপালকে শাসকদলের বিধায়কের এই আক্রণণ প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া দলের নেতা রাহুল সিনহা ভোট-সন্ত্রাস নিয়ে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, 'নিজেদের খুনোখুনির দায় রাজ্যপালের ঘাড়ে চাপানোর চেষ্টা তৃণমূলের। পুলিশমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়।'