Advertisment

Raj Bhavan TMC: ধর্ষণের অভিযোগে রাজভবন অভিযানের ডাক তৃণমূলের, রাজ্যপালের পদত্যাগ দাবি

Governor CV Ananda Bose: সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Governor CV Anand Bose did not meet the invited academicians at Rajbhaban regarding appointment of the Vice-Chancellor Education Minister Bratya Basur said, উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে আমন্ত্রিত শিক্ষাবিদদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

TMC VS CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের। (ফাইল ছবি)

CV Ananda Bose Raj Bhavan TMC: ধর্ষণের অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবিতে রাজভবন অভিযানের ডাক দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের শিক্ষা সেল, রাজভবন অভিযানের ডাক দিয়েছে। যে অভিযোগে এই ডাক দেওয়া হয়েছে তা ২০২৩ সালের। গত বছর অক্টোবরে, রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে ধর্ষণের অভিযোগ জানান এক নৃত্যশিল্পী। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছিলেন, বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্যের আশ্বাসের ছলে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নয়াদিল্লির এক হোটেলে ধর্ষণ করেছেন।

Advertisment

ওই নৃত্যশিল্পীর অভিযোগ, রাজ্যপালের এক আত্মীয়ই তাঁর বিমানের টিকিট কেটে দিয়েছিলেন। দিল্লির এক পাঁচতারা হোটেলের ঘর বুক করা হয়েছিল। সেখানেই নিরাপত্তারক্ষী ছাড়া দিল্লির বঙ্গভবন থেকে রাজ্যপাল পৌঁছন। আর, সেখানেই তাঁকে ধর্ষণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনটাই অভিযোগ ওই নৃত্যশিল্পীর। তাঁর ওই অভিযোগ নবান্ন থেকে লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডিসি পদমর্যাদার এক অফিসার প্রাথমিক তদন্ত করে রিপোর্টও জমা দিয়েছেন। যার ভিত্তিতে নবান্নে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতার নগরপাল।

কিন্তু, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। সেই পদে থাকা কারও বিরুদ্ধে সংবিধানে ফৌজদারি মামলা দায়েরের অনুমতিই নেই। সেই কারণে, রাজ্যপালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা লালবাজার নিতে পারেনি। তবে, রাজ্যপালের যে আত্মীয় ওই মহিলার বিমানের টিকিট কেটে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এব্যাপারে তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানান, 'যিনি অভিযোগ জানিয়েছেন, তিনি একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। অভিযোগটি গুরুতর। বারবার একইরকম অভিযোগ আসছে, এটাই উদ্বেগের।'

আরও পড়ুন- পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর আশঙ্কা! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র, কিন্তু কেন?

সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। সেই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল চলছে। এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'এনিয়ে যা বলার রাজভবন বলবে। নির্বাচনে ইস্যু না পেয়ে ব্যর্থ তৃণমূল কংগ্রেস, রাজ্যপাল এবং সন্দেশখালি নিয়ে পুরোপুরি নোংরামি করছে।'

Governor lalbazar Nabanna Bengal Governor cv ananda bose
Advertisment