র্যাগিং রুখতে এবার ইসরোর দারস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরাসরি ইসরো চেয়ারম্যান এস সোমনাথকে ফোন রাজ্যপালের। উন্নত প্রযুক্তির মাধ্যমে কীভাবে র্যাগিংয়ের মতো 'রোগ' সারানো যায় সেব্যাপারে ইসরো চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন তিনি। সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তির ব্যাবহারে র্যাগিং রুখতে রাজ্যপালকে সাহায্যেরও প্রতিশ্রুতি ইসরো প্রধান এস সোমনাথ।
মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ ভেঙে মালদার ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। শুক্রবার ট্রেনে মালদার উদ্দেশে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। ট্রেনে মালদা যাওয়ার পথেই ইসরোর চেয়ারম্যানকে ফোন করেন রাজ্যপাল। র্যাগিং রুখতে ভারতীয় মহাকাশ গবেষণ সংস্থার দ্বারস্থ রাজ্যের সাংবিধানিক প্রধান।
এর আগেও ইসরোর চেয়ারম্যানকে ফোন করেছিলন রাজ্যপাল। এদিন মালদা যাওয়ার পথে ফের একবার চন্দ্রযান ৩-এর প্রধান মস্তিষ্ক এস সোমনাথের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস। সূত্রের খবর, ইসরো প্রধানও রাজ্যপালকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে র্যাগিং রুখতে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন- ‘আমি ভাল নেই’, মায়ের সঙ্গে ফোনে শেষ কথা যাদবপুরের মৃত ছাত্রের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনা নাডা় দিয়ে গিয়েছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। র্যাগিংয়ের জেরেই আঠারো ছুঁইছুঁই ওই পড়ুয়ার মৃত্যু বলে দাবি। খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও হস্টেলে র্যাগিং অভিযোগ কার্যত মেনে নিয়েছে। এদিকে, ঘটনার তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় র্যাগিংয়ে যুক্ত বাকিদেরও খোঁজও চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নানাবিধ সমস্যা তৈরি হচ্ছিল বলে রাজ্যপাল তথা তথা আচার্য সিভি আনন্দ বোসকে জানিয়েছিল কর্তৃপক্ষ। তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। এবার র্যাগিং রুখতে ইসরো মতো সংস্থার দ্বারস্থ হলেন তিনি।