Cyber crime :মুর্শিদাবাদের ডোমকল থেকে গ্রেপ্তার আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের তিন পান্ডা, উদ্ধার প্রচুর পরিমাণে সিম কার্ড, এটিএম কার্ড, মোবাইল ফোন এবং আনুষাঙ্গিক জিনিসপত্র
বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ পুলিস জেলার সাইবার থানার পুলিস ডোমকলে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের তিন পান্ডাকে পাকড়াও করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সংখ্যায় এটিএম কার্ড, সিম কার্ড, মোবাইল এবং আনুষঙ্গিক জিনিসপত্র। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি এবং নিয়াজ আনসারি। ধৃত তিনজন ঝাড়খন্ডের দেওঘরের বাসিন্দা।
তারা ডোমকলে ঘাঁটি গেড়ে সাইবার প্রতারণা চালাচ্ছিল বলে জানা গিয়েছে । পুলিস সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বহরমপুর থানার রাজধরপাড়া থেকে এই প্রতারণা চক্রের মুকেশ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের বেশ কয়েকজনের নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে সাইবার থানার পুলিস বৃহস্পতিবার রাতে ডোমকলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
ধৃতরা কয়েক কোটি টাকার সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিস প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। জেলা অতিরিক্ত পুলিস সুপার রাসপ্রিত সিং বলেন, এক অভিযোগের ভিত্তিতে গত রবিবার বহরমপুরের রাজধরপাড়া থেকে মুকেশ হোসেনকে গ্রেপ্তার করা হয়। মুকেশ ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরবরাহ করত। তারপর ওই অ্যাকাউন্ট হোল্ডারদের টার্গেট করত।