হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ওড়িশা হয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় এবার তৎপর হল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ঝড়ের দাপটে আজ ও কাল বিঘ্নিত হতে পারে মেট্রো পরিষেবা। বিশেষত, টালিগঞ্জ থেকে কবি সুভাষ ও দমদম-নোয়াপাড়ার মধ্যে ব্যাহত হতে পারে মেট্রো চলাচল। পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজনে বন্ধ রাখা হতে পারে মেট্রো চলাচল। কলকাতা মেট্রো রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে মেট্রো রেলের এক কর্মী জানান, ‘‘আপাতত স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে পরিস্থিতির প্রয়োজনে বন্ধ করা হতে পারে মেট্রো।’’
অন্যদিকে, শিয়ালদা-ক্যানিং শাখায় ১৫টি লোকাল, শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় ১০টি লোকাল, শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় ১৪টি লোকাল, শিয়ালদা-বারুইপুর শাখায় ২টি লোকাল, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ১২টি লোকাল ট্রেন, শিয়ালদা/বারাসত-হাসনাবাদ শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে।
আরও পড়ুন: ফণী সতর্কতায় কলকাতা বিমানবন্দরে আজ থেকে বিমান ওঠানামা বন্ধ
এদিকে, ফণীর তাণ্ডবের আশঙ্কায় আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ সিটি মল। শুক্রবার দুপুর ৩টের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ওই শপিং মল। যাদবপুর থানার তরফে একথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানানো হয়েছে। সাউথ সিটির পাশাপাশি শহরের আরও একটি শপিং মল বন্ধ করা হয়েছে। ধর্মতলা চত্বরে বন্ধ রাখা হয়েছে সেন্ট্রাল। রাজারহাটের সেন্ট্রাল স্টোরও বন্ধ রাখা হচ্ছে। মল কর্তৃপক্ষের তরফে ইন্দ্রজিৎ ভৌমিক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, ‘‘ফণীর কারণে সতর্কতা জারি হয়েছে রাজ্যে। কর্মচারী ও ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ৩ টে নাগাদ কলকাতার দুটো স্টোরই বন্ধ করে দেওয়া হয়েছে। মহিলা কর্মচারীদের আগে ছাড়লেও বিকেল ৪টে নাগাদ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় সেন্ট্রাল মল’’।
আরও পড়ুন: কাকভোরে বাংলায় আসছে ফণী, তৈরি রাজ্য প্রশাসন
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আজ দুপুর ৩টে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দর। শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। এর আগে জানানো হয়েছিল, আজ রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। পরে সেই সময় বদলানো হয়।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শক্তিক্ষয় করে ওড়িশা থেকে এদিন মাঝরাত থেকে ভোররাতের মধ্যে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় বয়ে যাবে ফণী। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। শনিবার সন্ধেয় বাংলাদেশের দিকে ধেয়ে যাবে ঝড়।