আরও শক্তিশালী হয়ে এবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'হামুন'। শারদোৎসবের শেষ লগ্নে ঘূর্ণিঝড়ের জেরে একাধিক জেলা বৃষ্টির সম্ভাবনা। সর্বশেষ মেলা তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় অভিমুখ বদলেছে। কোন দিকে ধেয়ে আসবে অতি শক্তিশালী এই ঝড়? ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে এরাজ্যে? এব্যাপারে লেটেস্ট আপডেট রইল এই প্রতিবেদনে।
অভিমুখ বদলে কোন দিকে এগোচ্ছে নিম্নচাপ?
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'হামুন'-এর অভিমুখ বাংলাদেশের দিকে। আবহবিদেরা জানিয়েছেন, ২৫ অক্টোবর বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে। সর্বশেষ মেলা তথ্য অনুযায়ী, অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব এরাজ্যে পড়বে না।
ঘূর্ণিঝড়ের জেরে এরাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি?
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'হামুন'। এর পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যের উপকূলবর্তী জেলাগুলি-সহ আরও কয়েকটি জেলায়। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দশমীতে কলকাতা ছাড়াও নদিয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টি হবে।
আরও পড়ুন- মণ্ডপ-উদ্বোধন, সঙ্গে স্লোগান, ২০২৪-এর আগে বড় মহড়া গেরুয়া শিবিরের
সাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দিরমণি-সহ রাজ্যের অন্যান্য সমুদ্র সৈকতে পর্যটকদের স্নানে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।