Advertisment

সমুদ্রেই শক্তিক্ষয় জাওয়াদের, দুর্যোগের হাত থেকে রেহাই নেই বাংলার

আজ দুপুরে পুরীর কাছে এসে পৌঁছবে 'জাওয়াদ'। তারপর সেটি এগোবে বাংলার দিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Jawad Live Update 5 December 2021

সমুদ্রে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ।

এবারের মতো ঘূর্ণিঝড়ের দাপট থেকে রেহাই, সমুদ্রেই শক্তি হারাচ্ছে জাওয়াদ। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরে পুরীর কাছে এসে পৌঁছবে জাওয়াদ। তবে ওড়িশার উপকূলবর্তী এলাকা ছুঁয়ে তা এগোবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যদিও বাংলার দিকে যত এগোবে জাওয়াদ ততই তার শক্তি ক্ষয় হবে। জাওয়াদ শক্তি হারালেও দুর্যোগের হাত থেকে রেহাই পাবে না বঙ্গবাসী।

Advertisment

এদিকে নিম্নচাপের প্রভাবে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা বৃষ্টি শুরু। বেলা যত বাড়বে বৃষ্টির প্রকোপ ততই বাড়বে। আজ কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রামেও আজ প্রবল বৃষ্টির আশঙ্কা। কোনও কোনও জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কয়েকদিন ধরেই জাওয়াদ নিয়ে তটস্থ থাকতে হয়েছিল বাংলাকে। বারবার ফিরে আসছিল প্রলয়াঙ্কারী ঝড় আমফানের ভয়াল স্মৃতি। তবে এই ঘূর্ণিঝড় ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার কথা ছিল। যদিও বঙ্গোপসাগরেই শক্তি হারিয়েছে জাওয়াদ। শক্তিক্ষয় হয়ে তা এখন নিম্নচাপে পরিণত হয়েছে।

জাওয়াদ শক্তি হারালেও এরাজ্যে তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় তৈরি রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনায় আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিয়ত আবহাওয়ার পরিস্থিতি ও তার মোকাবিলায় নেওয়া একাধিক ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Daily Horoscope, 5 December 2021: বৃষের জীবনে সমৃদ্ধি, অর্থ ব্যয় বৃশ্চিকের! পড়ুন রাশিফল

রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির সমুদ্র সৈকতে কড়া নজরদারি রাখা হচ্ছে। গতরাত থেকেই সমুদ্র উত্তাল। পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে নিষেধ করা হয়েছে। একইভাবে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather update West Bengal Weather Forecast Cyclone Jawad Weather Report
Advertisment