সমুদ্রেই ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদের শক্তি। বর্তমানে পুরী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থা করছে জাওয়াদ। ল্যান্ডফলের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, ক্রমশ উপকূল ধরে বাংলার দিকে এগোলেও মাঝপথে নিম্নচাপের দিকবদল হবে। ফলে সেটি বাংলাদেরশের দিকে চলে যাবে।
তবে, এই নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ক্রমশ শক্তি ক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড়টির। বর্তমানে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও তিন ঘন্টা বাদ যা নিম্নচাপে রূপান্তরিত হবে। আরও পরে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উপকূলীয় পথে বাংলাদেশের দিকে এগোবে বলে এ রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে আজ ও আগামিকাল বৃষ্টি হবে। কলকাতায় আজ রাত থেকে সোমবার সকাল প্রায় ৯টা পর্যন্ত ভারী বৃষ্টি হবে।'
হাওয়া অফিসের খবর অনুযায়ী, আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। তবে, এই পরিস্থিতি সোমবারও বজায় থাকবে। আজ রাত থেকে সোমবার সকাল প্রায় ৯টা পর্যন্ত মহানগরে ভারী বৃষ্টি হবে। এছাড়া, ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুললি, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তারপর দু-তিনদিন স্বভাবিক থাকবে আবহাওয়া। ১১ তারিখ থেকে বঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আপাতত এই আশ্বাসেই জাঁকিয়ে শীতের আশায় শীতপ্রেমীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন