West Bengal Weather Forecast today:বৃষ্টি কমলেই নামবে ঠান্ডা! কবে থেকে শীতের আমেজ, জানুন আজকের আপডেটে

kolkata weather today:ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে এখনও বাংলার বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, তবে শীত পড়তে আরও দেরি। আজকের বিস্তারিত ওয়েদার আপডেট পড়ুন।

kolkata weather today:ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে এখনও বাংলার বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, তবে শীত পড়তে আরও দেরি। আজকের বিস্তারিত ওয়েদার আপডেট পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast today, kolkata weather today, Cyclone Mantha, Bengal weather, Kolkata rain, South Bengal rain forecast, North Bengal heavy rain, Alipur weather office, Kolkata temperature, winter in Bengal, West Bengal rainfall alert, Mantha depression,ঘূর্ণিঝড় মান্থা, বাংলার আবহাওয়া, কলকাতার বৃষ্টি, দক্ষিণবঙ্গের বৃষ্টি, উত্তরবঙ্গের ভারী বৃষ্টি, আলিপুর আবহাওয়া দপ্তর, শীতের পূর্বাভাস, পশ্চিমবঙ্গের আবহাওয়া, মান্থা নিম্নচাপ, বৃষ্টির সতর্কতা,আজকের আবহাওয়ার পূর্বাভাস, আজকের কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, আজ পশ্চিমবঙ্গের আবহাওযার পূর্বাভাস

Kolkata Weather Today: কবে থেকে মিলবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি?

West Bengal Weather Update 31 October 2025: ঘূর্ণিঝড় ‘মান্থা’ সরাসরি না আঘাত হানলেও তার পরোক্ষ প্রভাবে রাজ্যের নানা প্রান্তে চলছে বৃষ্টির দাপট। আপাতত ঝড়ের শক্তি ক্ষীণ হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবুও আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়–বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। প্রশ্ন একটাই—কবে মিলবে স্বস্তি? কবে নামবে শীতের আমেজ?

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
বিশেষ করে আজ, শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ার মতো জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি শুরু হবে।

কলকাতার আজকের আবহাওয়া

শুক্রবার সকালে কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, বিগত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে। আজও মহানগরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisment

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস—দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। তবে রবিবারের পর থেকে (সোমবার থেকে) আবহাওয়ার উন্নতি দেখা যাবে বলে জানিয়েছে দপ্তর।

শীত কবে আসবে?

প্রতিবছর অক্টোবরের শেষভাগ থেকে বা নভেম্বরের শুরুতে বাংলায় ঠান্ডার আমেজ শুরু হয়। তবে এবারে বৃষ্টি থামলেও, এখনও তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা যায়নি।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি কমে গেলে তাপমাত্রা কিছুটা নামবে, কিন্তু পাকাপাকিভাবে শীত নামতে আরও কিছুটা দেরি হবে বলেই মনে করা হচ্ছে।

west bengal latest news Kolkata Weather Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast