/indian-express-bangla/media/media_files/2025/10/09/west-bengal-weather-update-monsoon-withdrawal-and-autumn-arrival-2025-10-09-08-36-34.jpg)
Kolkata Weather Today: কবে থেকে মিলবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি?
West Bengal Weather Update 31 October 2025: ঘূর্ণিঝড় ‘মান্থা’ সরাসরি না আঘাত হানলেও তার পরোক্ষ প্রভাবে রাজ্যের নানা প্রান্তে চলছে বৃষ্টির দাপট। আপাতত ঝড়ের শক্তি ক্ষীণ হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবুও আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়–বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। প্রশ্ন একটাই—কবে মিলবে স্বস্তি? কবে নামবে শীতের আমেজ?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
বিশেষ করে আজ, শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ার মতো জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি শুরু হবে।
কলকাতার আজকের আবহাওয়া
শুক্রবার সকালে কলকাতায় রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, বিগত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে। আজও মহানগরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস—দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। তবে রবিবারের পর থেকে (সোমবার থেকে) আবহাওয়ার উন্নতি দেখা যাবে বলে জানিয়েছে দপ্তর।
শীত কবে আসবে?
প্রতিবছর অক্টোবরের শেষভাগ থেকে বা নভেম্বরের শুরুতে বাংলায় ঠান্ডার আমেজ শুরু হয়। তবে এবারে বৃষ্টি থামলেও, এখনও তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা যায়নি।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি কমে গেলে তাপমাত্রা কিছুটা নামবে, কিন্তু পাকাপাকিভাবে শীত নামতে আরও কিছুটা দেরি হবে বলেই মনে করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us