Advertisment

ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কায় সতর্কতা বাংলাতেও! কোন কোন জেলায় তেড়ে বৃষ্টি?

স্বস্তি আর রইল কই! রবিবারই বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Michaung West Bengal Rain Winter Forecast 3 December 2023

স্বস্তি আর রইল কই! রবিবারই বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল।

স্বস্তি আর রইল কই! রবিবারই বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল। ঘূর্ণিঝড় তৈরি হলে হলে তার নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া এই নাম। আবহাওয়ার এই বদলের বড়সড় প্রভাব এরাজ্যেও। শীতের পথে বাধা তো আছেই, গোদের উপর বিষফোঁড়ার মতো আবহাওয়ার এই উলোটপুরাণের জেরে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।

Advertisment

শনিবার বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা। এখনও পর্যন্ত আবহাওয়ার যা মতিগতি তাতে আগামী মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেলের মধ্যে যে কোনও সময়ে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়তে পারে অৃন্ধ্রপ্রদেশের উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বাংলার আবহাওয়ায় বড় বদল আসতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘূর্ণিঝড়। এমনিতেই ঝড়ের আগেই শীতের আমেজ বেশ ফিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। রবিবার থেকে রাতের তাপমাত্রা একটু বেড়ে যাবে। সোমবার থেকেই গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদলটা ভালো মতো চোখে পড়তে পারে।

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টি?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।

আরও পড়ুন- প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন অতীত, কারাবন্দি মনুয়া এখন রবি ঠাকুরের ‘শ্যামা’

ফের শীতের আমেজ ফিরবে কবে থেকে?

আপাতত দিন কয়েক তাপমাত্রা বাড়বে। তবে সামনের সপ্তাহের শেষ দিকে শনিবার থেকে আবহাওয়ার ইউ টার্ন চোখে পড়তে পারে। আকাশ পরিষ্কার হয়ে গিয়ে ফের একবার নামতে শুরু করবে পারদ। শীতের অনুভূতিও বাড়বে।

cyclone Rainfall in Bengal Cyclone Michaung West Bengal Weather Report winter
Advertisment